সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপে পিএসজি ছাড়ছেন, সেটা সবার জানাই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি ছিল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে নিজেই জানিয়ে দিলেন তিনি পিএসজি ছাড়ছেন। সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে কিলিয়ান এমবাপে জানিয়েছেন, এটাই পিএসজির জার্সিতে তাঁর শেষ মরশুম ছিল। রবিবার তুলুজের বিরুদ্ধে ম্যাচটাই পিএসজির জার্সিতে এমবাপের শেষ ম্যাচ।
সোশাল মিডিয়ায় এমবাপেকে বলতে শোনা গিয়েছে, ''আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটাই আমার শেষ মরশুম ছিল। চুক্তির মেয়াদ আমি আর বাড়াচ্ছি না। রবিবার পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচ আমি খেলব।''
২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে এসেছিলেন এমবাপে। প্যারিস সাঁ জাঁ-র জার্সিতে সাত বছর খেলেছেন তিনি। ধারাবাহিক ভাবে পারফর্ম করে গিয়েছেন তিনি। পিএসজির হয়ে এমবাপে খেলেছেন ৩০৬টি ম্যাচ। গোল করেছেন ২৫৫টি। অ্যাসিস্ট করেছেন ১০৮টি।
এবারের মরশুমে পিএসজি লিগ ওয়ান জিতে ফেলেছে। এমবাপেই তার মধ্যে জিতেছেন ছবার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাঁ জাঁ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ফরাসি তারকা। প্যারিসের বিখ্যাত ক্লাবের হয়ে সব ট্রফি জিতে নিলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি এমবাপের।
এবার বরুসিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হার মানে পিএসজি। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারেনি সাঁ জাঁ।
এমবাপের পরবর্তী ঠিকানা কোথায়, তা অবশ্য ভিডিওতে জানাননি এমবাপে। তবে দেওয়াললিখন স্পষ্ট, এমবাপে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন। সাঁ জাঁর হয়ে শেষ ম্যাচ খেলার কথা জানিয়েছেন এমবাপে। তাঁর পরবর্তী গন্তব্য কোথায়, সেটাও এমবাপেই হয়তো জানাবেন। তার অপেক্ষায় গোটা ফুটবলবিশ্ব।