shono
Advertisement

Breaking News

Karnataka

জমি বণ্টন দুর্নীতিতে জড়িত মল্লিকার্জুন খাড়গে! বিজেপির অভিযোগে তুঙ্গে বিতর্ক

জমির মালিকানা পেতে 'ক্ষমতার অপব্যবহার' খাড়গের, অভিযোগ অমিত মালব্যর।
Published By: Kishore GhoshPosted: 03:00 PM Aug 27, 2024Updated: 03:35 PM Aug 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস শাসিত কর্নাটকে জমি বণ্টন 'দুর্নীতি'তে অভিযুক্ত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেঙ্গালুরুর কাছে অ্যারোস্পেস পার্কের ৫ একর জমি খাড়গের পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত একটি ট্রাস্টকে বেআইনি ভাবে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, ওই ট্রাস্টের চেয়ারম্যান খাড়গের ছেলে রাহুল। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের মন্তব্য, জমির মালিকানা পাইয়ে দিতে "ক্ষমতার অপব্যবহার" এবং "স্বজনপোষণ" হয়েছে।

Advertisement

অ্যারোস্পেস পার্কের ওই জমি আসলে কর্নাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভলপমেন্ট বোর্ডের মালিকানাধীন। গত মার্চ মাসে বোর্ড ৫ একর জমি দেয় সিদ্ধার্থ বিহার ট্রাস্টকে। এই ট্রাস্টটি চালায় কংগ্রেস সভাপতির পরিবারের সদস্যেরা। ট্রাস্টের অন্যতম সদস্য মল্লিকার্জুন খাড়গে নিজে, তাঁর স্ত্রী, কালাবুরাগির সাংসদ খাড়গের জামাই রাধাকৃষ্ণ এবং ছেলে রাহুল খাড়গে। খাড়গে পরিবারের আরও কয়েক জন সদস্যও রয়েছেন এই সিদ্ধার্থ বিহার ট্রাস্টে, এমনটাই জানা গিয়েছে। এর জেরেই প্রতিবাদে সরব হয়েছে কর্নাটকের বিরোধী শিবির।

 

[আরও পড়ুন: হাসপাতালেই মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে বেধড়ক মার রোগীর! প্রকাশ্যে ভিডিও]

খাড়গের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দীর্ঘ টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। জমি বণ্টন সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে তিনি লেখেন, "এই ঘটনা আসলে ক্ষমতা অপব্যবহার,স্বজনপোষণ এবং স্বার্থসংঘাতের। খাড়গেকে এর উত্তর দিতে হবে।" উল্লেখ্য়, শুরুতে সমাজকর্মী দীনেশ কোল্লাহাল্লি কর্নাটকের রাজ্যপালের কাছে জমি বণ্টন দুর্নীতি নিয়ে অভিযোগ করেন। কর্নাটকের শিল্পমন্ত্রী এম বি পাটিলের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি। তাঁর অনুমতিতেই খাড়গের পরিবারকে কর্নাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভলপমেন্ট বোর্ডের জমি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

[আরও পড়ুন: এবার নার্সিং পড়ুয়াকে ধর্ষণ! শরীরে নৃশংস আঘাত, ক্ষোভের আগুনে ফেটে পড়ল মহারাষ্ট্র]

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাটিল। তাঁর দাবি, নিয়ম মেনেই জমি দেওয়া হয়েছে ট্রাস্টকে। যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ লেহর সিং সিরোয়ার টুইটে বিতর্ক তুঙ্গে উঠেছে। তিনি প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। যার পর পালটা টুইট করেন প্রিয়াঙ্ক খাড়গে। খাড়গের ছেলের কটাক্ষ, "অল্প বিদ্যা ভয়ংকরী"। কোন পদ্ধতিতে সিদ্ধার্থ বিহার ট্রাস্টকে জমি দেওয়া হয়েছে তা বিস্তারিত জানিয়েছেন তরুণ কংগ্রেস নেতা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি খোদ কংগ্রেস সভাপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যারোস্পেস পার্কের ওই জমি আসলে কর্নাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভলপমেন্ট বোর্ডের মালিকানাধীন।
  • গত মার্চ মাসে বোর্ড ৫ একর জমি দেয় সিদ্ধার্থ বিহার ট্রাস্টকে। এই ট্রাস্টটি চালায় কংগ্রেস সভাপতির পরিবারের সদস্যেরা।
Advertisement