shono
Advertisement

ইম্ফলে ‘অন্তর্ধান রহস্য’! ফের জ্বলে উঠল মণিপুর

অশান্ত 'চিত্রাঙ্গদার দেশ' ।
Posted: 01:31 PM Nov 07, 2023Updated: 03:22 PM Nov 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মণিপুর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ২ কিশোর। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে রাজধানী ইম্ফলে। স্থানীয়দের পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে পড়ুয়ারাও। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ দুই তরুণের নাম মাইবাম অবিনাশ (১৬) এবং নিংথৌউজাম অ্যান্টনি (১৯)। ইম্ফলের (Imphal) লামসাং শহরের বাসিন্দা তারা। রবিবার সকাল ৯টা নাগাদ বাইক চালিয়ে ওই দুই কিশোরকে ইম্ফল থেকে সেকমাই এলাকার দিকে পাড়ি দিতে দেখা যায়। বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তার পর থেকেই নিখোঁজ রয়েছে বছর ষোলোর মাইবাম ও উনিশ বছরের নিংথৌউজাম। দুই পরিবারের পক্ষ থেকেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়দের দাবি, মাইবাম এবং নিংথৌউজামকে অপহরণ করা হয়েছে।      

[আরও পড়ুন: বিহারের ‘ভাবী মুখ্যমন্ত্রী’ তেজস্বী! জেডিইউ নেতার বাড়ির সামনে পোস্টার অনুগামীদের]

পরিবারের দায়ের করা নিখোঁজ মামলার ভিত্তিতে তল্লাশি শুরু করে লামসাং থানার পুলিশ। অভিযান চালিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তাঁদের দাবি, উদ্ধার হওয়া ফোন দুটি ওই নিখোঁজ কিশোরদের। কাংপোকপি জেলার সীমানা পেরিয়ে সেনাপতি জেলার একটি পেট্রল পাম্প থেকে ওই মোবাঅইগুলোর সন্ধান পায় পুলিশ। অন্যদিকে, নিখোঁজ এই তরুণদের খুঁজতে পুলিশি তৎপরতার দাবিতে লামসাং শহরের বাসিন্দারা রাস্তায় নেমে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারও। 

[আরও পড়ুন: ভোট দিতে পারলেন না খোদ মুখ্যমন্ত্রী! কী চলছে মিজোরামে?

উল্লেখ্য, কুকি ও মেতেইদের মধ্যে চলা সংঘাতে রক্ত ঝরছে মণিপুরে। পরিসংখ্যান বলছে, এপর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০০ জন। পরিস্থিতি সামাল দিতে আসরে সেনা নামলেও অশান্তি অব্যাহত। কয়েকদিন আগেই ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বাংলোর কাছেই থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। তাদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় বেশ কয়েক জন আহত হন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement