সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে শেষ কবে নিজেদের পূর্ণশক্তির দল নিয়ে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল, অনেক নিবেদিত প্রাণ ক্রিকেট সমর্থকও সেটা মনে করতে পারেন না। বস্তুত টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ভরাডুবির পর থেকেই টিম ইন্ডিয়া (Team India) সম্ভাব্য দল নিয়ে পরীক্ষানিরীক্ষা করে যাচ্ছে। তবে এবার সেটা বন্ধ হওয়ার পালা। খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জানিয়ে দিলেন, ইংল্যান্ড সফর থেকেই নিজেদের সেরা দল নিয়ে নামা শুরু করবে ভারতীয় দল।
বস্তুত, লাগাতার পরীক্ষানিরীক্ষা করতে থাকলে বিশ্বকাপের আগে প্রথম একাদশ বাছাই করটাই কষ্টসাধ্য হয়ে যায় ম্যানেজমেন্টের জন্য। তাছাড়া দীর্ঘদিন একসঙ্গে না খেলার ফলে বিশ্বমানের ক্রিকেটারদেরও সমস্যা হয় নিজেদের মধ্যে মানিয়ে নিতে। যেভাবে ভারতীয় দল লাগাতার রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, লোকেশ রাহুল (KL Rahul), যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের লাগাতার বিশ্রামে রেখে তরুণদের খেলিয়ে যাচ্ছে, তাতে বিশ্বকাপের আগে আদৌ টিম সেট হবে তো? রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ছেন সমর্থকরা।
[আরও পড়ুন: দলে সুযোগের টোপ দিয়ে পাক মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্তা! অভিযুক্ত কোচ সাসপেন্ড]
তবে বোর্ড সভাপতি সৌরভ জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। বিশ্বকাপের আগে সেট নিয়েই খেলবে ভারত। বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের কথায়,”রাহুল দ্রাবিড় ব্যাপারটা দেখছে। ও খুব তাড়াতাড়ি একটি সেট টিম নিয়ে খেলার পরিকল্পনা করেছে। সম্ভবত আগামী মাসের ইংল্যান্ড সফর থেকেই আমরা সেইসব ক্রিকেটারদের খেলাব যারা বিশ্বকাপে খেলবে।”
[আরও পড়ুন: নিজের মৃত ছেলের বান্ধবীর সঙ্গে প্রেম, বিতর্কে কিংবদন্তি জার্মান ফুটবলার মাইকেল বালাক]
আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম একাদশের অন্তত ৭-৮ জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে খেলছে ভারত। সুযোগ পেয়েছেন তরুণরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি-২০ সিরিজেও সুযোগ পেয়েছেন তরুণরাই। তবে এটাই সম্ভবত শেষ সুযোগ আবেশ খান, হর্ষল প্যাটেল, দীনেশ কার্তিকদের জন্য বিশ্বকাপের দলের টিকিট কাটার। কোচ রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) এবার এই তরুণ ব্রিগেড এবং অভিজ্ঞদের মিশেলে বিশ্বকাপের জন্য সেরা দল বেছে নেওয়ার কাজ শুরু করতে হবে।