shono
Advertisement
Doland Trump

লিঙ্কন থেকে কেনেডি, মার্কিন প্রেসিডেন্টরা বার বার নিশানা হয়েছেন আততায়ীদের

ডোনাল্ড ট্রাম্পের মতোই প্রেসিডেন্ট পদপ্রার্থীদেরও হতে হয়েছে আক্রান্ত।
Published By: Biswadip DeyPosted: 07:04 PM Jul 14, 2024Updated: 07:04 PM Jul 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলায় আক্রান্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাণে। গুলি ছুঁয়ে গিয়েছে কান। রক্তাক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ছবি ফিরিয়ে আনছে আমেরিকার রাষ্ট্রনেতাদের রক্তাক্ত হওয়ার ইতিহাস। যদিও ট্রাম্প এই মুহূর্তে প্রেসিডেন্ট নন, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্টের পাশাপাশি আগামী নির্বাচনে ফের মসনদে ফেরার দৌড়ে তিনিই এগিয়ে। এর আগে আততায়ীর হানায় প্রাণ হারিয়েছেন চারজন মার্কিন প্রেসিডেন্ট। তাঁরা হলেন আব্রাহাম লিঙ্কন, জেমস গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে, জন এফ কেনেডি। এছাড়াও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উপরে হামলার ইতিহাসও রয়েছে।

Advertisement

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গুপ্তঘাতকের হাতে প্রাণ হারান আব্রাহাম লিঙ্কন (Abraham Lincoln)। ১৮৬৫ সালের ১৪ এপ্রিল। 'আওয়ার আমেরিকান কাজিন' নামে একটি নাটক দেখার সময় আচমকাই তাঁকে গুলি করে জন উইলকিস বুথ। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ১৮৮১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এ গারফিল্ডকে গুলি করে খুন করে আততায়ী চার্লস গুতেয়ু। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি প্রয়াত হন। শপথ নেওয়ার ৬ মাসের মধ্যেই প্রাণ যায় তাঁর।

[আরও পড়ুন: নতুন জীবন শুরুর আগেই সব শেষ! সাপের কামড়ে প্রাণ গেল পাত্রের]

এর দুদশক পরে ১৯০১ সালে আততায়ীর গুলিতে প্রাণ হারান সেই সময় মার্কিন মসনদে থাকা উইলিয়াম ম্যাককিনলে। তাঁর পরে প্রেসিডেন্ট হন থিয়োডর রুজভেল্ট। তাঁর উপরেও হামলা চালিয়েছিল আততায়ী। কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। একই ভাবে, আর এক রুজভেল্ট, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের উপরেও হামলা হয়। তিনিও অল্পের জন্য রক্ষা পান। কিন্তু তাঁদের মতো ভাগ্য সুপ্রসন্ন ছিল না জন এফ কেনেডির। হুডখোলা গাড়িতে ছিলেন তিনি। সেই সময়ই দূরপাল্লার স্নাইপার থেকে ছুটে আসে গুলি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে। ইতিহাসবিদরা মনে করেন কেনেডির মৃত্যু পরবর্তী সময়ে আমেরিকার রাজনীতিতে হিংসার মাত্রা অনেক বাড়তে শুরু করে। প্রভাব পড়ে সমাজেও।

এই চার হতভাগ্য মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি আততায়ীদের নিশানায় পড়তে হয়েছে আরও অনেক মার্কিন প্রেসিডেন্টকে। তাঁদের মধ্যে রয়েছেন রোনাল্ড রেগান, জর্জ ডব্লিউ বুশ, জেরাল্ড ফোর্ড, হ্যারি এস ট্রুম্যান। কিন্তু প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। তালিকায় রয়েছেন জেরাল্ড ফোর্ডও। ১৭ দিনের মধ্যে দুবার তাঁকে খুনের চেষ্টা করে ব্যর্থ হয় আততায়ীরা।

[আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! বিমানবন্দর, সড়কপথ জলমগ্ন, জারি কমলা সতর্কতা]

কেবল মার্কিন প্রেসিডেন্টরাই নন, প্রাক্তন বা প্রেসিডেন্ট পদপ্রার্থীদেরও আক্রান্ত হওয়ার নজির রয়েছে। থিয়োডর রুজভেল্ট, জন কেনেডির ভাই রবার্ট এফ কেনেডি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার করার সময় আততায়ীর গুলি ছুটে এসেছিল তাঁদের লক্ষ্য করে। রুজভেল্ট রক্ষা পেলেও মারা গিয়েছিলেন কেনেডি। এছাড়াও জর্জ ওয়ালেস ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সময় আততায়ীর গুলিতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রক্তাক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ছবি ফিরিয়ে আনছে আমেরিকার রাষ্ট্রনেতাদের রক্তাক্ত হওয়ার ইতিহাস।
  • যদিও ট্রাম্প এই মুহূর্তে প্রেসিডেন্ট নন, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্টের পাশাপাশি আগামী নির্বাচনে ফের মসনদে ফেরার দৌড়ে তিনিই এগিয়ে।
  • এর আগে আততায়ীর হানায় প্রাণ হারিয়েছেন চারজন মার্কিন প্রেসিডেন্ট। আক্রান্ত হয়েছেন পদপ্রার্থীরাও।
Advertisement