shono
Advertisement

ঘোষিত ISL 8 মরশুমের সূচি, উদ্বোধনী ম্যাচেই নামছে এটিকে মোহনবাগান, ডার্বি কবে?

জানেন এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কবে?
Posted: 01:39 PM Sep 13, 2021Updated: 04:03 PM Sep 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত হল এবারের আইএসএলের প্রথম ১১ রাউন্ডের সূচি। সোমবার এফএসডিএলের পক্ষ থেকে তা ঘোষণা করা হল। সূচি অনুযায়ী, এবারের প্রথম খেলা ১৯ নভেম্বর। মুখোমুখি গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। কলকাতার আরেক প্রধান এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মাঠে নামছে ২১ নভেম্বর। লাল-হলুদের মুখোমুখি জামশেদপুর এফসি। আর ঐতিহ্যশালী ডার্বি আয়োজিত হবে ২৭ নভেম্বর। ম্যাচটি লাল-হলুদের হোম ম্যাচ। তিলক ময়দানে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ম্যাচটি হবে।

Advertisement

গতবার করোনা আবহে গোয়ায় আয়োজিত হয়েছিল গোটা আইএসএল (ISL)। এবারও একইভাবে সেখানেই আয়োজিত হচ্ছে দেশের জনপ্রিয়তম ফুটবল লিগ। তবে এবারের ম্যাচগুলির সময়ে কিঞ্চিৎ বদল আনা হয়েছে। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে। আর যেদিন যেদিন দুটি ম্যাচ থাকবে, সেদিন দ্বিতীয় খেলাটি শুরু হবে রাত সাড়ে ৯টা থেকে। আপাতত ১১ রাউন্ড পর্যন্ত সূচি ঘোষণা করেছে এফএসডিএল।

[আরও পড়ুন: প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক ভবানী রায়]

ঘোষিত সূচিতে ১১৫টি খেলার দিনক্ষণ জানিয়েছে এফএসডিএল। অর্থাৎ ১৯ নভেম্বর থেকে ৯ জানুয়ারি চলবে প্রথম রাউন্ডের খেলাগুলি। সূচি অনুযায়ী, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি মাঠে নামবে ২২ নভেম্বর। প্রতিপক্ষ এফসি গোয়া।

একনজরে দেখে নেওয়া যাক, কবে মাঠে নামছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল-

ডার্বি: ২৭ নভেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান:
১৯ নভেম্বর: এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স
১ ডিসেম্বর: এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
৬ ডিসেম্বর: জামশেদপুর এফসি বনাম এটিকে মোহনবাগান
১১ ডিসেম্বর: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি
১৬ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান
২১ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগান
২৯ ডিসেম্বর: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া
৫ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
৮ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি

এসসি ইস্টবেঙ্গল:
২১ নভেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
৩০ নভেম্বর: ওড়িশা এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৩ ডিসেম্বর: চেন্নাইয়িন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৭ ডিসেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
১২ ডিসেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
১৭ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড বনাম এসসি ইস্টবেঙ্গল
২৩ ডিসেম্বর: হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৪ জানুয়ারি: বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৭ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি

*প্রত্যেকটি ম্যাচই সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে।

[আরও পড়ুন: US Open: হাতছাড়া নাদাল-ফেডেরারকে টপকানোর সুযোগ, যুক্তরাষ্ট্র ওপেনে মেদভেদেভের কাছে হার জকোভিচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement