shono
Advertisement

প্রয়াত শোলের ‘কালিয়া’, শোকাহত বলিউড

৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা বিজু খোটে। The post প্রয়াত শোলের ‘কালিয়া’, শোকাহত বলিউড appeared first on Sangbad Pratidin.
Posted: 12:15 PM Sep 30, 2019Updated: 01:23 PM Sep 30, 2019

তপন বকসি: ‘কিতনে আদমি থে কালিয়া’ শোলের সেই খ্যাতনামা সংলাপ মনে নেই এমন সিনেপ্রেমী বোধহয়  খুঁজে পাওয়া দায়। গব্বরের সেই ‘চেলা’ ওরফে বিজু খোটেকে সবাই তারপর থেকে মজাচ্ছলে ‘কালিয়া’ বলেই ডাকতেন। ‘শোলে’তে গব্বর সিং-এর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কালিয়ার, ‘সর্দার ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’- সংলাপ এক সময় সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘুরত। এরপর আট থেকে আশি, সবার কাছে তিনি কালিয়া হয়েই রয়ে গেলেন। সেই প্রখ্যাত অভিনেতাই সোমবার চিরনিদ্রায় গেলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনার জন্যই দেশের ছবি পালটাচ্ছে’, মোদির প্রশংসায় পঞ্চমুখ লতা ]

বলিউডে একচেটিয়া অভিনয়ে মন তো কেড়েইছেন, তবে মারাঠি সিনেমা-নাটকেও বিজু খোটের অবদান অনস্বীকার্য। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত ফিল্ম ও মঞ্চাভিনেতা। বয়স হয়েছিল ৭৭। সূত্রের খবর, মাল্টি অর্গান ফেইলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়। প্রবীণ অভিনেতা বিজু খোটের বোনঝি, যিনি নিজেও একজন অভিনেত্রী, ভাবনা বালসাভরই প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। ভাবনা জানিয়েছেন, সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে বিজু খোটে তাঁর নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন বিজু।

ভাবনা সংবাদ প্রতিদিন-কে জানালেন, “মামা হসপিটালে মারা যেতে কোনওদিন চাইতেন না। সব সময়েই বলতেন আমি যেন নিজের বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করতে পারি। সেইজন্য আমরা কয়েকদিন আগে মামাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম।” সোমবার দুপুরেই বিজু খোটের শেষকৃত্য সম্পন্ন হবে চন্দনওয়াড়ি শ্মশানে। 

১৯৬৪ সালে ‘ইয়া মালিক’ সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেন তিনি। তারপর ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিজু খোটে, ‘শোলে’ ছাড়াও ‘কুরবানি’, ‘নাগিনা’, ‘কয়ামত সে কয়ামত তক’ ও ‘আন্দাজ আপনা আপনা’র মতো ফিল্মে নজরকাড়া অভিনয় করেছেন। বিজু খোটের বাবা নন্দু খোটে ছিলেন মারাঠি মঞ্চ ও সিনেমার অভিনেতা। নন্দু খোটের বড়দা বিশ্বনাথ খোটের স্ত্রী দুর্গা খোটে ছিলেন মারাঠি মঞ্চ সিনেমা, এবং হিন্দি সিনেমার ডাক সাইটে অভিনেত্রী। বিজুর দিদি শুভা খোটেও মারাঠি ছবি, সিনেমা এবং হিন্দি সিনেমা ও সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ।

[আরও পড়ুন: দুর্গাপুজোয় বনেদি বাড়িতে জোড়া খুন, সেই ‘পাপ’-এর সাক্ষী একমাত্র পূজা]

‘আন্দাজ আপনা আপনা’তে তাঁর রবার্ট চরিত্রের মুখে, ‘গলতি সে মিস্টেক হোগয়া’, সংলাপও খুব জনপ্রিয় হয়েছিল। পরে সেই সংলাপ হিন্দি সিনেমাতে নানা ভাবে ব্যবহার হয়েছে। জনপ্রিয় এই হিন্দি সিনেমাগুলি ছাড়াও প্রচুর মারাঠি সিনেমায় অভিনয় করেছেন বিজু খোটে। প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন হাউসে তৈরি হওয়া মারাঠি ছবি ‘ভেন্টিলেটর ‘ কিম্বা টেলিভিশন শো ‘জওয়ান সম্ভাল কে’তে অভিনয় করেছেন। দুই ভাষায় মোট তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিজু খোটেকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘জানে কিউ দে ইয়ারো’ ছবিতে।

The post প্রয়াত শোলের ‘কালিয়া’, শোকাহত বলিউড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement