সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থীতে সশরীরে মণ্ডপ দর্শন নিষিদ্ধ করল মহারাষ্ট্র প্রশান। মঙ্গলবারই এ সিদ্ধান্ত নিয়েছিল বিএমসি। এবার গোটা রাজ্যেই এ নির্দেশ কার্যকর করল উদ্ধব ঠাকরের সরকার। কোভিড পরিস্থিতি (COVID-19) নিয়ন্ত্রণে রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে। মহারাষ্ট্র এই নির্দেশ কার্যকর হতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলার বাসিন্দারা।
শুক্রবার থেকে শুরু হচ্ছে গণেশ পুজো (Ganesh Puja 2021)। আর মহারাষ্ট্রে সাড়ম্বরে পালিত হয় এই উৎসব। করোনা কালে গতবছর মহারাষ্ট্রে কার্যত স্থগিত ছিল সাড়ম্বরে গণেশ চতুর্থী উদযাপন। এবার করোনা পরিস্থিতি অনেকটা ভাল। তাই পাড়ায়-পাড়ায় পুজোর অনুমতি মিলেছে। তবে বেশকিছু নিয়মবিধি আগে থেকেই কার্যকর করা হয়েছে।
[আরও পড়ুন: এই নিয়ম মেনে করুন গণেশ পুজো, মনোবাসনা পূর্ণ হবে অবশ্যই]
মহারাষ্ট্রে সশরীরে মণ্ডপ পরিদর্শন নিষিদ্ধ করা হল। শুধুমাত্র ভারচুয়ালভাবে বা বৈদ্যুতিন মাধ্যমের দ্বারা দেখানো যাবে মণ্ডপ। স্বাভাবিকভাবেই এ নির্দেশ নিয়ে বেড়েছে বিতর্ক। আর মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে এ রাজ্যের বাসিন্দার। কারণ, আগামী মাসেই এ রাজ্যে দুর্গাপুজো। সেখানেও কি এমন কোনও নিয়ম কার্যকর হতে পারে, উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, সপ্তাহান্তে পুজোর কেনাকাটায় বাদ সাধতে পারে বৃষ্টি]
উৎসবের মরসুম (Festive Mood) নিয়ে আগেই রাজ্যগুলিকে সতর্ক করেছিল কেন্দ্র। কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সামনেই রয়েছে গণেশ চতুর্থী (১০ সেপ্টেম্বর), দুর্গাপুজো (৫-১৫ অক্টোবর)। এদিকে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সংস্থার মতে, এ ধরনের উৎসবগুলি ‘সুপার স্প্রেডার’ হতে পারে। উৎসব মিটলেই দ্রুত গতিতে বাড়তে পারে করোনা সংক্রমণ। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের পরামর্শ, উৎসবের দিনগুলিতে যেন জমায়েত না-হয়, বিশেষ করে ভিড় যেন রাস্তায় নেমে না-আসে তা নিশ্চিত করতে স্থানীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্যকে। সেই মতোই কাজ করল মহারাষ্ট্র সরকার।