সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের পরের দিন সকালেই অঘটন কেকের কারখানায়। গড়িয়ার বোড়ালে একটি কেকের কারখানায় ঘটে বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত দশজন কর্মী আহত হয়েছেন।
এদিন সকালে গড়িয়ার বোড়ালের প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে একটি কেকের কারখানা। সেই সময় সেখানেই কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। গ্যাস লিক বিস্ফোরণ হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন দশজন কর্মী। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। দশজনের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও। তবে ঠিক কীভাবে বিস্ফোরক হল, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, কারখানায় মজুত বেশ কিছু সরঞ্জামও বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে।
[দুর্ঘটনায় চালকের মৃত্যু, প্রতিবাদে দক্ষিণ কলকাতার ১৮টি রুটে বন্ধ অটো চলাচল]
বড়দিনে আলোর রোশনাই আর জনজোয়ারে ভেসেছিল শহর কলকাতা। প্রায় সারারাত চলেছে ক্রিসমাস সেলিব্রেশন। বেকারিগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। ফ্রুট কেক থেকে প্লাম কেক, সব ধরনের কেকই মিলছে দোকানে দোকানে। উৎসবের এই মরশুমে কেকের দামও আকাশছোঁয়ো। চূড়ান্ত ব্যস্ততা ছিল কেক কারখানাগুলিতেও। বোড়ালের এই নামী কারখানাটিতেও চলছিল জোরকদমে কাজ। বড়দিনটা ভালয় ভালয় কেটে গেলেও পরের দিন সকালেই ঘটল অঘটন। আপাতত কারখানাটি বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের কারণে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
[চন্দ্রকোণায় মর্মান্তিক দুর্ঘটনা, বাস ও লরির সংঘর্ষে মৃত অন্তত ১৫]
The post গড়িয়ায় কেক কারখানায় বিস্ফোরণ, আহত ১০ কর্মী appeared first on Sangbad Pratidin.