অর্ণব আইচ: ভরসন্ধেয় একবালপুরে (Ekbalpur) একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। গুরুতর জখম হলেন একই পরিবারের ৪ জন-সহ মোট ৫ জন। ইতিমধ্যেই দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, একবালপুর লেনের একটি পাঁচতলা বাড়ির দোতলায় থাকে একটি পরিবার। সদ্যই গ্যাসের কানেকশন নিয়েছেন তাঁরা। কিন্তু ব্যবহার করতে গিয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছিল বলে খবর। এরপর গ্যাস অফিসে বিষয়টি জানান। সোমবার সন্ধেয় গ্যাস ঠিক করতে এক ব্যক্তি তাঁদের বাড়িতে যান। শুরু করেন কাজ। সেই সময় আচমকাই ঘটে দুর্ঘটনা। বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায়।
[আরও পড়ুন: রাজ্যে স্কুল-কলেজ খোলা ‘রাজনৈতিক জয়’, লাগাতার আন্দোলনে সাফল্যের দাবি এসএফআই-এর]
গ্যাস সারাইয়ের সময় সেখানে ওই কর্মী ছাড়া ছিলেন পরিবারের ৪ সদস্য। তাঁদের মধ্যে দু’জন মহিলা ও দুই পড়ুয়া। সকলেই দগ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলছে জখম ৫ জনের। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, ঠিক কী সমস্যা হয়েছিল সিলিন্ডারটিতে? তা এখনও জানা যায়নি।