shono
Advertisement

দুস্থদের পাশে গৌরী খান, প্রায় ১ লক্ষ অভুক্তকে খাবারের প্যাকেট বিতরণ শাহরুখপত্নীর

আরও অনেক দিনমজুরকে সাহায্য করবেন, অঙ্গীকার গৌরীর। The post দুস্থদের পাশে গৌরী খান, প্রায় ১ লক্ষ অভুক্তকে খাবারের প্যাকেট বিতরণ শাহরুখপত্নীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:55 PM Apr 15, 2020Updated: 04:55 PM Apr 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলেছে লকডাউন। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন দিনমজুররা। কর্মসংস্থান না থাকায় টান পড়েছে হাঁড়িতে। দিনে একবেলাও খাওয়া জুটছে না তাঁদের। এইসব মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেকেই। সলমন খান, অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিংয়ের মতো অনেক সেলিব্রিটিরা দিনমজুরদের খাবার বণ্টনের দায়িত্ব নিয়েছেন। এবার তাঁদের পাশে দাঁড়ালেন শাহরুখপত্নী গৌরী খান। প্রায় ১ লক্ষ দরিদ্র মানুষের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি নিজের ইমস্টাগ্রামে একথা জানান চলচ্চিত্র প্রযোজক ও ইন্টিরিয়র ডিজাইনার গৌরী। মুম্বইয়ের কোন এলাকায় কতজন মানুষকে তিনি সাহায্য করছেন, সেই পরিসংখ্যানও দেওয়া হয়েছে ছবিতে। পোস্টে দেখা গিয়েছে পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর,ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ অনেক এলাকার মানুষকে সাহায্য করছেন গৌরী। কোন এলাকার কত দরিদ্রকে তিনি সাহায্য করেছেন, তার খতিয়ানও দেওয়া হয়েছে ইনস্টাগ্রামের ওই পোস্টে। রোটি ব্যাংক ফাউন্ডেশন এবং মীর ফাউন্ডেশনের তরফে এই খাবার বিতরণের কাজ চলছে। হিসেব বলছে মোট ৯৫ হাজার খাবারের প্যাকেট এখনও পর্যন্ত বিতরণ করেছেন গৌরা খান। তবে এখানেই যে শেষ নয়, পথ চলা যে এখনও বাকি, তা জানিয়েছেন দিয়েছেন শাহরুখপত্নী।

[ আরও পড়ুন: ‘জঘন্য অপরাধ’, করোনা মোকাবিলায় পুলিশের উপর আক্রমণের প্রতিবাদে সরব আয়ুষ্মান ]

উল্লেখ্য, কিছুদিন আগে শাহরুখ খান তাঁর ক্রিকেট টিম নাইট রাইডার্স ও প্রযোজনা সংস্থা রেড চিলিজের হয়ে PM CARE এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের টাকা দিচ্ছেন। এছাড়াও শাহরুখের ‘মীর ফাউন্ডেশন’ (Meer Foundation) তরফে ৫০ হাজার পিপিই (Personal Protective Equipment) কিট দিচ্ছেন বাংলা আর মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে। উপরন্তু আলাদা করে আরও অর্থ সাহায্যের ব্যবস্থা করেছেন যাতে আগামী দিনগুলিতে বাংলাও মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে যাতে তাদের ভেন্টিলেটরেরও আকাল না হয়। এছাড়াও ‘এক সাথ’ নামের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মীর ফাউন্ডেশন করোনার জেরে বেকার হয়ে যাওয়া মুম্বইয়ের প্রায় সাড়ে ৫ হাজার দিন আনি দিন খাই পরিবারকে রোজ দু বেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছে। অন্তত একমাস খাদ্য সরবরাহ করা হবে তাঁদের। এছাড়া ২ হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে। যার সমস্ত ব্যায়ভার বহন করবেন শাহরুখ খান নিজে। মুম্বই পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তাঁর সংস্থা রোজ ৩ লাখ খাবারের প্যাকেট বিলি করবে ভবঘুরে আর ভিক্ষুকদের মধ্যে। যাতে রাতে অভুক্ত থেকে যেন কাউকে ঘুমোতে যেতে না হয়! এছাড়াও দিল্লির ২৫০০ দিন মজুরদের পরিবারগুলিতে প্রতি সপ্তাহে অন্তত আগামী ১ মাস বিনামূল্যে রেশন বিলি করার দায়িত্ব নিয়েছেন শাহরুখ৷

[ আরও পড়ুন: আক্রান্ত বাড়ির পরিচারক, করোনা পরীক্ষা হল হৃতিকের শ্যালিকার পরিবারে ]

The post দুস্থদের পাশে গৌরী খান, প্রায় ১ লক্ষ অভুক্তকে খাবারের প্যাকেট বিতরণ শাহরুখপত্নীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement