shono
Advertisement
Ajit Pawar

'দল ভাঙতে মধ্যস্থতা করেন কাকা শরদ ও আদানি', ভোটের মুখে চাঞ্চল্যকর দাবি অজিত পওয়ারের

অজিতের দাবি, তিনি এবং তাঁর কাকা শরদ পওয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন শিল্পপতি গৌতম আদানি।
Published By: Subhajit MandalPosted: 09:47 PM Nov 12, 2024Updated: 09:47 PM Nov 12, 2024

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: দল ভেঙে এনডিএ-তে যোগ দেওয়ার পেছনে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও গৌতম আদানি মধ্যস্থতা করেছিলেন। ভোটের মুখে এমন দাবি করে মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন মহারাষ্ট্রের 'স্ট্রংম্যান' বলে পরিচিত শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। এই দু’জনের মধ্যস্থতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক হয় বলেও দাবি করেন তিনি। এরপরেই দল ভাঙার সিদ্ধান্ত নেন।

Advertisement

মহারাষ্ট্র বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে চাঞ্চল্যকর দাবি করলেন এনসিপি প্রধান অজিত পওয়ার। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৯ সালের বিধানসভা ভোটের পরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগদানের জন্য তৎকালীন অবিভক্ত এনসিপি নেতৃত্ব সক্রিয়তা শুরু করেছিল। অজিতের দাবি, সেই সময় তিনি এবং তাঁর কাকা শরদ পওয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন। এর পরেই তাঁর মন্তব্য, “শিল্পপতি আদানি মধ্যস্থতাকারী হিসাবে ওই বৈঠকে হাজির ছিলেন।" অজিতের ওই মন্তব্যের পরেই ভোটের মহারাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত আদানিকে নিশানা করেছে।

ইতিহাস বলছে, ২০১৯-এর বিধানসভা ভোটের পরে অজিত ‘বিদ্রোহী’ হয়েছিলেন। তাঁর সমর্থন পেয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। অজিত হন উপমুখ্যমন্ত্রী। কিন্তু এনসিপি পরিষদীয় দলে ভাঙন ধরাতে ব্যর্থ হয়ে ইস্তফা দিতে হয় তাঁদের দু’জনকে। এর পর অজিত আবার শরদের শিবিরে আশ্রয় নেন। তাঁকে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী করেছিলেন শরদ। কিন্তু ২০২২-এর জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিব সেনায় ভাঙন ধরলে মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন ঘটে। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন শিন্ডে। এর পর ২০২৩ সালের ২ জুলাই শরদের সঙ্গ ছেড়ে অধিকাংশ এনসিপি বিধায়ককে নিয়ে বিদ্রোহী হয়েছিলেন অজিত। শিন্ডের নেতৃত্বাধীন ‘মহাজুটি’ সরকারের উপমুখ্যমন্ত্রীও হন।

কিন্তু ২০১৯ সালে শাহের সঙ্গে বৈঠকের পরেও পওয়ার কেন বিজেপির সহযোগী হলেন না? অজিতের যুক্তি, “পওয়ার সাহেবের মনে কী আছে তা কেউ বলতে পারে না। না আন্টি অর্থাৎ শরদের স্ত্রী প্রতিভা, না সুপ্রিয়া শরদ-কন্যা সুলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দল ভেঙে এনডিএ-তে যোগ দেওয়ার পেছনে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও গৌতম আদানি মধ্যস্থতা করেছিলেন।
  • এর পরেই তাঁর মন্তব্য, “শিল্পপতি আদানি মধ্যস্থতাকারী হিসাবে ওই বৈঠকে হাজির ছিলেন।"
  • অজিতের ওই মন্তব্যের পরেই ভোটের মহারাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত আদানিকে নিশানা করেছে।
Advertisement