shono
Advertisement
Gautam Gambhir

দ্রাবিড় যুগের নীতি ভেঙে কেন ঘরের মাঠে ঘূর্ণি পিচের প্রত্যাবর্তন? প্রশ্নের মুখে গম্ভীরদের সিদ্ধান্ত

স্পিনের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ভারত। পুণে-মুম্বই টেস্টের পর এই ধারণা নিয়েও উঠছে প্রশ্ন।
Published By: Arpan DasPosted: 01:01 PM Nov 05, 2024Updated: 01:01 PM Nov 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পিনের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ভারত। এমনটাই জেনে এসেছে ক্রিকেটবিশ্ব। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বর্তমানে স্পিনের বিরুদ্ধে আদৌ সাবলীল কিনা টিম ইন্ডিয়া? অথচ পুণে ও মুম্বইয়ে 'র‍্যাঙ্ক টার্নার' অর্থাৎ স্পিন সহায়ক পিচে নেমেছিলেন রোহিত-বিরাট। কেন টিম ম্যানেজমেন্ট থেকে এই ধরনের পিচ চাওয়া হয়েছিল? উঠছে সেই প্রশ্ন।

Advertisement

রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন দেশের মাটিতে ঘূর্ণি উইকেট বানানো বন্ধ করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ম্যাচ গড়িয়েছিল চতুর্থ ও পঞ্চম দিন পর্যন্ত। কিন্তু সেই ধারা বদলে গিয়েছে গম্ভীর আমলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে হারার পর কিছুটা মরিয়া হয়েই 'র‍্যাঙ্ক টার্নার'-এর পরামর্শ আসে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে।

এই বিষয়ে বিসিসিআইয়ের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "র‍্যাঙ্ক টার্নারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত দেখে বোর্ডের কয়েকজন বেশ অবাক হয়েছে। গৌতম গম্ভীরের অধীনে যে সাপোর্ট স্টাফ রয়েছেন, তাঁদের জিজ্ঞেস করা হবে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান।" তবে ঘূর্ণি পিচে খেলার সিদ্ধান্তের জন্য ম্যানেজমেন্টের সকলকে নিয়ে প্রশ্ন উঠছে না।

এর সঙ্গে প্রশ্নের মুখে দল নির্বাচনে গম্ভীরের ভূমিকাও। বলা হচ্ছে, "বিসিসিআই এখনও পর্যন্ত গম্ভীরের সব দাবিই পূরণ করেছে। যে সাপোর্ট স্টাফ চেয়েছিলেন, সেটাই দেওয়া হয়েছে। অথচ এই ক্ষেত্রে এনসিএ-র পরিকল্পনাকেই মান্যতা দেওয়া হয়। অস্ট্রেলিয়া সফরের দল কী হবে, সেটার জন্য নির্বাচন কমিটিতে তাঁকে থাকার অনুমতি দেওয়া হয়।" নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের কোচরা দল নির্বাচনের বৈঠকে থাকেন না। অতীতে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের মতো কোচরা কোনওদিন নির্বাচনী বৈঠকে থাকার অধিকার পাননি। আগামী দিনে আর নির্বাচনী বৈঠকে থাকছেন না গম্ভীর, সেই সিদ্ধান্ত বিসিসিআই চূড়ান্ত করে ফেলেছে বলেই সূত্রের খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্পিনের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ভারত। এমনটাই জেনে এসেছে ক্রিকেটবিশ্ব।
  • কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বর্তমানে স্পিনের বিরুদ্ধে আদৌ সাবলীল কিনা টিম ইন্ডিয়া?
  • অথচ পুণে ও মুম্বইয়ে 'র‍্যাঙ্ক টার্নার' অর্থাৎ স্পিন সহায়ক পিচে নেমেছিলেন রোহিত-বিরাট।
Advertisement