সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সুখের দিনেও বিরাট কোহলির (Virat Kohli) সমালোচনা করতে ছাড়লেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। টেলিভিশনে ধারাভাষ্য দেওয়ার সময়ে গম্ভীর নাম না করেই কোহলিকে কটাক্ষ করলেন। হিটম্যানের নেতৃত্বের প্রশংসা করে গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, ”রোহিতের নেতৃত্ব দক্ষতা নিয়ে কোনও সময়েই কোনও সন্দেহ ছিল না। পাঁচটা আইপিএল খেতাব জিতেছে রোহিত। অনেকে তো এক বারও জিততে পারেনি আইপিএল।”
গম্ভীরের এহেন মন্তব্য শুনলেই বোঝা যায় কার উদ্দেশে বলেছেন তিনি। গম্ভীর আর কোহলির মধ্যে যে ব্যক্তিত্বের সংঘাত রয়েছে তা সবারই জানা। খেলোয়াড়জীবনে কোহলির সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন গম্ভীর। এবারের আইপিএলেও গম্ভীর-কোহলির মধ্যে তীব্র ঝামেলা হয়েছিল। তার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছিল দুই তারকাকেই। কোহলি আর গম্ভীরের সম্পর্কের মধ্যে যে বরফ এখনও গলেনি, তা গম্ভীরের এই মন্তব্যেই পরিষ্কার।
[আরও পড়ুন: ‘সায়ন্তিকাকে টেনে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা চলছে’, মুখ খুলেন জায়েদ খান]
তবে আসন্ন বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে সতর্ক করে দিয়েছেন গম্ভীর। হিটম্যানকে উদ্দেশ্য করে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ”১৫ দিন পর থেকে আসল পরীক্ষায় বসতে হবে রোহিতকে। ড্রেসিংরুমে ১৫-১৮ জন সেরা প্লেয়ার রয়েছে। ওরা যদি ঠিকমতো পারফর্ম করতে না পারে, তাহলে কিন্তু প্রশ্ন উঠবেই। প্রতিটি বিশ্বকাপেই দেখা গিয়েছে অধিনায়ক যদি ঠিকঠাক পারফর্ম করতে না পারে, তাহলে প্রশ্ন ওঠে। বিরাট কোহলিকে এর সামনে পড়তে হয়েছিল। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়কেও সহ্য করতে হয়েছিল। ২০২৩ সালে ভারত যদি ভালো কিছু করতে না পারে, তাহলে রোহিতের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে। তবে এই দলের বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর ক্ষমতা রয়েছে।”
[আরও পড়ুন: ফের বাংলা গানে সুনিধি চৌহান, টলিউডের কোন সিনেমার জন্য গাইলেন বলিউডের শিল্পী?]