সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেদিনই আবার বাংলা নববর্ষ। টানা তিন ম্যাচ জেতার পরে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয়েছে নাইটদের।
ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নামার আগে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কালীঘাটে মা কালীর মন্দিরে পুজো দিলেন দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
কলকাতা নাইট রাইডার্সের তরফে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ভক্তিভরে পুজো দিচ্ছেন গম্ভীর। ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, 'জয় মা কালী'।
[আরও পড়ুন: আচমকাই অলিম্পিকে ভারতের বড়সড় দায়িত্ব ছাড়লেন মেরি কম, কেন এই সিদ্ধান্ত?]
বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কলকাতার চার তারকা। রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার আর বরুণ চক্রবর্তী মন্দিরের গর্ভগৃহে পুজো দেন। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে নিয়ম পালন করেন নাইটরা। কপালে তিলকও কেটে দেওয়া হয়। তাঁদের পুজো দেওয়ার মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয় “মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা”।
এবারের আইপিএলে শুরুটা বেশ ভালো করেছে কলকাতা। টানা তিনটি ম্যাচ জিতেছে তারা। কিন্তু চিপকে গিয়ে হারতে হয়েছে নাইটদের। নববর্ষের দিন ঘরের মাঠে নামবে কেকেআর। ভরা ইডেনে বাজবে করব, লড়ব, জিতব রে। নজরকাড়া পারফরম্যান্স তুলে ধরবেন আন্দ্রে রাসেল-রিঙ্কু সিংরা।