shono
Advertisement

Breaking News

ফর্মের বিচারে অধিনায়ক হিসেবে রোহিতই ফেভারিট, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকেও চাইছেন গম্ভীর

রোহিত-বিরাটকে কি কাপযুদ্ধে দেখা যাবে?
Posted: 01:20 PM Dec 10, 2023Updated: 01:21 PM Dec 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের জুন মাসে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। ২০ ওভারের সেই কাপযুদ্ধে কি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা যাবে? ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হতেই এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে। এবার এই ইস্যুতে মুখ খুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়কের দাবি, বয়স নয় ফর্মের বিচারে রোহিতের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। এমনকি সেই মেগা ইভেন্টে বিরাটকেও দেখতে চাইছেন গম্ভীর।

Advertisement

গম্ভীর বলেছেন, “আমি কোনওদিন বয়সকে পাত্তা দেওয়ার পক্ষপাতি নই। যদিও রোহিত ও বিরাট ভালো ফর্মে থাকে তাহলে ওদের দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত। জানি গত এক বছর ধরে হার্দিক এই ফরম্যাটে অধিনায়কত্ব করছে। তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক। ও কতবড় অধিনায়ক এবং ব্যাটার সেটা এবারের ৫০ ওভারের বিশ্বকাপে গোটা দুনিয়া দেখেছে। তাই রোহিতকে দলে রাখতেই হবে।”

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে? মুখ খুললেন জয় শাহ]

১০ নভেম্বর ২০২২। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার রোহিত ও বিরাটকে দেখা গিয়েছিল। ক্রিকেট পণ্ডিতদের দাবি, ২০২৪ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই মহাতারকার খেলার কোনও সম্ভাবনাই নেই। যেহেতু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গত বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন। ফলে অনেকেই মনে করছেন আগামী বছরের জুন মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের হাতেই থাকবে দলের ব্যাটন। যদিও গম্ভীরের দাবি, রোহিতের হাতেই টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকা উচিত। একইসঙ্গে ২০ ওভারের কাপযুদ্ধে বিরাটকে রাখার দাবি জানালেন প্রাক্তন ওপেনার।

এমনিতে সুযোগ পেলেই বিরাটকে খোঁচা দেন গম্ভীর। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকেও দলে রাখার বিষয়ে গম্ভীর যোগ করেছেন, “বিরাট সব ফরম্যাটে সফল। ফিটনেস নিয়ে নতুন ভাবে কিছুই বলতে হবে না। কতটা ফিট এবং ওর মধ্যে কতটা রানের খিদে রয়েছে সেটা বিশ্বকাপেই আমরা দেখেছি। আর তাই এই মুহূর্তে দলের সেরা ব্যাটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়ে দেওয়া উচিত।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৮৫৩। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮। গড় ৩১.৩২। ১৩৯.২৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরান। অন্যদিকে বিরাটও এই ফরম্যাটে বছরের পর বছর ধরে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৪০০৮ রান। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রান। গড় ৫২.৭৩। ১৩৭.৯৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। এহেন বিরাট ও রোহিতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায় কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: দুই বছর পর জাতীয় দলে ফিরলেন কেকেআর তারকা! কে তিনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement