shono
Advertisement

দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হলেন জেনারেল বিপিন রাওয়াত

‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ The post দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হলেন জেনারেল বিপিন রাওয়াত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:51 PM Dec 30, 2019Updated: 02:51 PM Dec 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (CDS) হলেন জেনারেল বিপিন রাওয়াত। আগামীকাল, অর্থাৎ ৩১ ডিসেম্বর অবসর নিতে চলেছেন ভারতীয় সেনাপ্রধান রাওয়াত। তারপরই CDS পদের দায়িত্ব নেবেন তিনি।

Advertisement

আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেইমতো দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারত ৷ উল্লেখ্য, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ এই পদের অধিকারি সরকার ও সেনার মধ্যে ‘সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্ট’ হিসেবে কাজ করবেন৷ ফোর স্টার জেনারেল পদ মর্যাদার হলেও তিন বাহিনীর প্রধানের উপরে থাকবেন তিনি৷ শুধু তাই নয়, ভারতীয় সেনার তিন বাহিনী- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা CDS৷ বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন CDS৷

[আরও পড়ুন: নেপথ্যে প্রশান্ত কিশোর, এবার বিহারে জোট জটে বিজেপি]

যদিও প্রধানমন্ত্রী মোদি ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ তৈরির কথা ঘোষণা করেছিলেন, এই প্রস্তাব কিন্তু প্রায় দু’দশক পুরনো৷ কারগিল যুদ্ধের পর সেনাবাহিনীর গঠনে আমূল পরিবর্তন আনতে কে সুব্রহ্মণম কমিটি গঠন করে সরকার৷ সেই কমিটি সিডিএস পদ তৈরির প্রস্তাব দেয়৷ তবে রাজনৈতিক ডামাডোলে তখন ওই প্রস্তাব হিমঘরে চলে যায়৷ এই পদ তৈরির প্রস্তাব জানিয়ে ২০১৬ সালে একটি রিপোর্টও পেশ করে লেফটেন্যান্ট জেনারেল ডি বি শেখাটকর কমিটি৷ তবে সেই প্রস্তাবও কার্যকরী হয়নি৷

প্রসঙ্গত, আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের তাবড় দেশগুলিতে চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান৷ ব্রিটিশ সেনার তিন বাহিনীর সমস্ত অভিযান ও কৌশলগত ফৌজ মোতায়েনের বিষয়টি ন্যস্ত থাকে CDS-এর হাতে৷ এর ফলে লাল ফিতের জটে অযথা সময় নষ্ট হয় না৷ কান্দাহার বিমান অপহরণ মামলায় সেনা ও সরকারের আমলাতন্ত্রের জটে পড়ে কার্যত হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল কমান্ডোদের৷ CDS পদ তৈরি হলে এহেন জটিল সিদ্ধান্ত নেবেন তিনিই৷ ফলে বাঁচবে সময়৷ সরাসরি তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করার ফলে যৌথভাবে অভিযানের পথ আর মসৃণ হবে৷

The post দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হলেন জেনারেল বিপিন রাওয়াত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement