shono
Advertisement

Breaking News

রক্ত দিলেই মিলবে শচীনের স্বাক্ষরিত শংসাপত্র

স্টাফ রিপোর্টার: শচীন তেণ্ডুলকরের সই করা শংসাপত্র দিয়ে রক্তদাতাদের সম্মানিত করার অভিনব প্রয়াস নিল বাগুইআটি ইউথ ফোরাম-রূপকায়া৷ ১৫ আগস্ট বাগুইপাড়া এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে এই ক্লাব৷ এই গ্রীষ্ম পরবর্তী সময়ে রক্তের আকালের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন বলে জানালেন সংস্থার কর্ণধার সোমেশ্বর বাগুই৷ রক্তদান করলে কিছু না কিছু উপহার দেওয়ার রেওয়াজ শুরু […] The post রক্ত দিলেই মিলবে শচীনের স্বাক্ষরিত শংসাপত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:21 PM Aug 13, 2016Updated: 10:51 AM Aug 13, 2016

স্টাফ রিপোর্টার: শচীন তেণ্ডুলকরের সই করা শংসাপত্র দিয়ে রক্তদাতাদের সম্মানিত করার অভিনব প্রয়াস নিল বাগুইআটি ইউথ ফোরাম-রূপকায়া৷ ১৫ আগস্ট বাগুইপাড়া এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে এই ক্লাব৷ এই গ্রীষ্ম পরবর্তী সময়ে রক্তের আকালের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন বলে জানালেন সংস্থার কর্ণধার সোমেশ্বর বাগুই৷
রক্তদান করলে কিছু না কিছু উপহার দেওয়ার রেওয়াজ শুরু হয়েছে আজকাল৷ কোথাও কোথাও মোবাইল ফোন পর্যন্ত দেওয়ার খবর মিলছে৷ তবে তেণ্ডুলকরের সই করা শংসাপত্র দেওয়ার মধ্যে যে অভিনবত্ব আছে তা বাড়তি উৎসাহ দেবে রক্তদাতাদের বলে মনে করেন সোমেশ্বর৷

Advertisement

The post রক্ত দিলেই মিলবে শচীনের স্বাক্ষরিত শংসাপত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement