shono
Advertisement
Topsia

তপসিয়ার বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একের পর এক বাড়ি, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

ঝুপড়িতে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 01:05 PM Dec 20, 2024Updated: 02:20 PM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। ঝুপড়িতে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এত বেশি যে কাছাকাছি এগোতে পারছেন না দমকল কর্মীরা।  

Advertisement

তপসিয়ায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সায়ন্তন ঘোষ

ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা হবে। আচমকাই সায়েন্স সিটির কাছে তপসিয়ার বিএন রোডের কাছে বসতিতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও বেশ খানিকটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। ঝুপড়িতে দাহ্য পদার্থ মজুত রয়েছে। বেশ কয়েকবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। তাই মুহূর্তেই আগুনের লেলিহান শিখা প্রায় গোটা বসতি গ্রাস করে। এরপর ২০-৩০ মিনিটের মধ্যে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

আগুনের গ্রাস থেকে শেষ সম্বল বাঁচানোর হুড়োহুড়ি। ছবি: সায়ন্তন ঘোষ

ওই ঝুপড়িতে বেশ কয়েকজন শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকায় কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তিনি বলেন, "আগুন লেগেছে। দমকলকে আসতেও কিছুটা সময় দিতে হবে। সাধারণ মানুষের অভিযোগ শুনেছি। তা সত্যি কিনা, খতিয়ে দেখা হচ্ছে।" কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর, তা খতিয়ে দেখা হবে।

আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা। ছবি: সায়ন্তন ঘোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
  • ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
  • খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। ঝুপড়িতে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement