shono
Advertisement

OMG! উচ্চতায় তাজমহলকে ছুঁয়ে ফেলবে এই আবর্জনার স্তূপ

কোথায় তৈরি হয়েছে ‘আবর্জনার পর্বত’? The post OMG! উচ্চতায় তাজমহলকে ছুঁয়ে ফেলবে এই আবর্জনার স্তূপ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Jun 06, 2019Updated: 05:24 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূর থেকে মনে হতে পারে কোনও পাহাড় হয় তো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে৷ কিন্তু কাছে গেলেই মরীচিকার মতো দেখবেন সবই মিথ্যা৷ আচমকা পাহাড় ভেবে মনে ঠিক যতটা আনন্দ পেয়েছিলেন, সামনে গিয়ে গা গুলিয়েও উঠতে পারে আপনার৷ কারণ দিনের পর দিন জমা হওয়া আবর্জনাই রূপ নিয়েছে পাহাড়ের৷ দুর্গন্ধে অস্থির আশপাশের বাসিন্দারা৷ আপনি মিনিটখানেকও সাহস করে সেখানে দাঁড়াতে পারবেন না৷ অথচ কারও কোনও নজর নেই৷ আশঙ্কা খুব শীঘ্রই তাজমহলের উচ্চতাও হয়তো ছুঁয়ে ফেলবে গাজিপুরের আবর্জনার স্তূপ৷

Advertisement

[ আরও পড়ুন: নিখোঁজ হওয়ার আগে বায়ুসেনার বিমানকে টেক-অফের সংকেত দেন পাইলটের স্ত্রী!]

পূর্ব দিল্লির ইঞ্জিনিয়ার অরুণ কুমার বলেন, ‘‘উচ্চতার নিরিখে গাজিপুরের ধাপা বর্তমানে ৬৫ মিটার বা ২১৩ ফুট উঁচু হয়ে গিয়েছে৷ যা বর্তমানে কুতুব মিনারের উচ্চতাকে স্পর্শ করে ফেলেছে৷ প্রতিদিন প্রায় দুহাজার টন আবর্জনা ওই জায়গায় ফেলা হয়৷ তাই প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে দৈর্ঘ্যে-প্রস্থে বাড়ছে আবর্জনার স্তূপ৷ প্রতি বছর তা ১০মিটার করে উঁচু হচ্ছে৷ তাজমহলের উচ্চতা ৭৩ মিটার৷ যদি এই হারে বাড়তে থাকে তবে আগামী বছরেই তাজমহলের উচ্চতাও ছাপিয়ে ফেলবে আবর্জনার স্তূপ৷’’ তবে এটাই প্রথমবার নয়৷ প্রশাসনিক কর্তাব্যক্তিদের দাবি, ২০১৭ সালের সেপ্টেম্বরেও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ধাপা৷ বৃষ্টির জলে ধাপায় আবর্জনার ধসে মৃত্যু হয়েছিল দুজনের৷ সামনেই বর্ষা আসছে৷ আবারও গত বছরের আতঙ্কের স্মৃতি ফিরে আসার আশঙ্কাতেই প্রহর গুনছেন আবর্জনার স্তূপের আশেপাশের বাসিন্দারা৷

[ আরও পড়ুন: রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক, কমতে পারে গৃহঋণে সুদের হার]

১৯৮৪ সাল থেকে গাজিপুরের এই জায়গায় আবর্জনা ফেলা হয়৷ ২০০২ সালে ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে আবর্জনার পরিমাণ৷ আবর্জনা ভরে গেলে, তা আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলাই নিয়ম৷ তবে স্থানীয়দের অভিযোগ, আবর্জনা নষ্ট করার জন্য কোনও উদ্যোগ নেই প্রশাসনিক আধিকারিকদের৷ পরিবর্তে দিনের পর দিন নিজের মতো করেই আয়তনে বাড়ছে আবর্জনার স্তূপ৷ এলাকা পরিষ্কারের দাবি জানিয়েছেন পরিবেশবিদরাও৷ 

The post OMG! উচ্চতায় তাজমহলকে ছুঁয়ে ফেলবে এই আবর্জনার স্তূপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement