shono
Advertisement

গৌরী লঙ্কেশের আততায়ীদের পরবর্তী টার্গেট ছিলেন গিরিশ!

ধৃতের ডায়েরি থেকেই মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য৷ The post গৌরী লঙ্কেশের আততায়ীদের পরবর্তী টার্গেট ছিলেন গিরিশ! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:27 PM Jun 14, 2018Updated: 04:57 PM Jun 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল গৌরী লঙ্কেশ নয় তাঁর হত্যায় অভিযুক্তদের লক্ষ্য ছিল আরও বামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তিত্ব৷ এমন ব্যক্তিত্ব যাঁরা সমাজে প্রতিষ্ঠিত অথচ উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সওয়াল করেছেন৷ তাই লঙ্কেশ হত্যায় অভিযুক্ত পরশুরামের ডায়েরি থেকে মিলেছে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাডের নাম৷ স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT)-এর গোয়েন্দাদের অনুমান, লঙ্কেশের পর গিরিশই অভিযুক্তদের হিটলিস্টে ছিলেন৷

Advertisement

[শাহরুখ-সলমন ম্যাজিকে মুগ্ধ করল ‘জিরো’ নয়া টিজার]

২০১৭ সালের সেপ্টেম্বরে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক গৌরী লঙ্কেশকে৷ ঘটনায় শোরগোল পড়ে যায় সারাদেশে৷ হত্যাকারীদের অবিলম্বে ধরার দাবি ওঠে৷ এর জন্যই সিট গঠন করা হয়৷ ঘটনায় অভিযুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম৷ এর মধ্যে মঙ্গলবারই কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয় ২৬ বছরের পরশুরাম ওয়াগমারেকে৷

[সলমনকে খুনের পরিকল্পনার দলে ছিলেন ভারতীয় জওয়ান]

সিট সূত্রে জানা গিয়েছে, গৌরী লঙ্কেশের বাড়ির সামনে থেকে যে সিসিটিভি ফুটেজ মিলেছে৷ তার সঙ্গে পরশুরামের ইমেজ মিলে গিয়েছে৷ তাঁর কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে৷ যাতে এমন যুক্তিবাদীদের নাম রয়েছে, যাঁরা কখনও না কখনও উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে সওয়াল তুলেছেন৷ কেবল গিরিশ কারনাডের নাম নয়, সেখানে রয়েছে জ্ঞানপীঠ আওয়ার্ড প্রাপ্ত ললিতা নায়েক, যুক্তিবাদী সিএস দ্বারকানাথের মতো নাম৷ একে একে প্রত্যেককে হত্যা করার ছক ছিল অভিযুক্তদের৷ এমনই অনুমান গোয়েন্দাদের৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷ প্রয়োজনে প্রত্যেককে একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে৷

[মুক্তির আগেই বিপাকে ‘সঞ্জু’, বিশেষ দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের সেন্সর বোর্ডে]

The post গৌরী লঙ্কেশের আততায়ীদের পরবর্তী টার্গেট ছিলেন গিরিশ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement