সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে যে চুল রাঁধে, সে চুলও বাঁধে। তবে এক্ষেত্রে সেই আপ্তবাক্যকে সত্যি প্রমাণ করল একজন স্কুল পড়ুয়া। ওই কিশোরী মাত্র ৫৮ মিনিটে রান্না করেছে ৪৬ রকমের পদ। রান্নাবান্নার মাধ্যমে ইউনিকো বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (UNICO Book of World Records) নাম তুলেছে সে।
মাসকয়েক আগে দেশজুড়ে আচমকাই হানা দেয় করোনা ভাইরাস (Coronavirus)। তার ফলে বদলে যেতে থাকে আমাদের জীবনযাত্রা। একসময় রোগ সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে ঘরের দরজা বন্ধ করে বাড়িতে থাকার নির্দেশিকা জারি করা হয়। দেশজুড়ে ঘোষণা হয় লকডাউন। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, অফিসের মতো গুরুত্বপূর্ণ জায়গার দরজা। সেই সময় বাড়ি বসে পড়াশোনা করত বরাবরের মেধাবী তামিলনাড়ুর স্কুলছাত্রী এসএন লক্ষ্মী সাঁই শ্রী। তাতেও সময় কাটত না তার। তাই মায়ের সঙ্গে চলে যেত আরেক প্রিয় জায়গা রান্নাঘরে। সেই রান্নায় হাতেখড়ি। মায়ের থেকেই নানা রকমের রান্না শেখে লক্ষ্মী। মেয়ের হাতের রান্না খেয়ে বারবার মুগ্ধ হয়েছেন লক্ষ্মীর বাবা ও মা। তার বাবাই বিশ্বরেকর্ড গড়ার জন্য উৎসাহ দিতেন কিশোরীকে।