সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই মারুতির ভিতর থেকে ভেসে আসে বাঁচাও বাঁচাও চিৎকার৷ নারী নির্যাতন যখন দেশে প্রায় নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে, তখন এমন ঘটনায় বসে থাকেনি পুলিশ৷ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে তাজ্জবই হতে হল তাদের৷
পুলিশ সূত্রের খবর, ধৌলা কুঁয়ার দিকে যাচ্ছিল একটি মারুতি গাড়ি৷ তখনই ওই তরুণীর চিৎকার শোনা যায়৷ পুলিশ কন্ট্রোল রুমে খবর আসা মাত্র সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশকে সতর্ক করা হয়৷ গাড়ির নম্বর দেখে সাহায্যের জন্য এগিয়ে যায় পুলিশ৷ থামানো হয় গাড়িটিকে৷ গাড়ির ভিতর ছিল দুই তরুণ ও এক তরুণী৷ কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশের৷ ধৃত দুই তরুণ জানায়, কিছুই হয়নি, স্রেফ মজা করার জন্যই ওইভাবে চিৎকার করেছিলেন তরুণী৷ তাঁরা সকলেই বন্ধু৷ জানা যাচ্ছে, একটি পার্টি থেকে ফিরছিলেন সকলে৷ মজা করার জন্যই ওই তরুণী সাহায্যের জন্য চিৎকার করেছিলেন৷ এছাড়া তাঁদের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু পায়নি পুলিশ৷ ফলে কোনও অভিযোগও দায়ের করা হয়নি৷
তবে যে তিনজন অফিসার ঘটনায় সাহায্যের জন্য তড়িঘড়ি পদক্ষেপ করেছিলেন তাঁদের পুরস্কৃত করা হয় কমিশনের তরফে৷
The post সাহায্যের জন্য চিৎকার তরুণীর, এগিয়ে গিয়ে তাজ্জব পুলিশ appeared first on Sangbad Pratidin.