সুকুমার সরকার, ঢাকা: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে (Price Rise)। বাজারে গিয়ে নাভিশ্বাস বাংলাদেশের আমজমতার। বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন এলাকার মানুষজন দারিদ্র্যে দিন কাটাচ্ছেন। তবে কৃষিভিত্তিক অর্থনৈতিক এলাকা রংপুরে নির্বাচনী এলাকার মানুষ বেশ ভালো আছেন বলেই দাবি করেছেন সে দেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর ভালো থাকার প্রমাণ হিসেবে তিনি মহিলাদের ফ্যাশনের উদাহরণ তুলে ধরেছেন। আর তাতেই বিতর্ক বেড়েছে।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দাবি করেছেন, “আমার এলাকায় কৃষিভিত্তিক অর্থনীতি, আলুভিত্তিক অর্থনীতি। তাঁদের কোনও কষ্ট নেই। মহিলারা দিনে তিনবার করে লিপস্টিক (Lipstick) লাগাচ্ছে, চারবার করে স্যান্ডেল পালটাচ্ছে। সুতরাং আমার ভোট পেতে কোনও সমস্যা হবে না। এটা আমি খুব ভালো করেই জানি। সারা দেশের অবস্থা ভিন্ন। শহরের যারা দিনমজুর, নিম্নশ্রেণির, তাঁদের খুব কষ্ট হচ্ছে।” তাঁর এহেন মন্তব্যে দেশজুড়েই বিতর্ক শুরু হয়েছে।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়মে বড়সড় বদল, কী জানাল সংসদ?]
২০০১ সাল থেকে রংপুর-৪ আসনে নির্বাচনে লড়াই করে আসছেন টিপু মুনশি। ২০০৮ সাল থেকে টানা তিনটি নির্বাচনে জিতেছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে এমনই বিতর্কিত উত্তর দিলেন টিপু মুনশি। তিনি বলেন, “২০০১ সালে আমি যখন প্রথম নির্বাচন করি তখন আমার এলাকায় ১০টা মোটর সাইকেল ছিল। আজকে হাজার হাজার মোটর সাইকেল। এছাড়া এখানকার মেয়েরা ফ্যাশনের উপর রয়েছে।” যদিও এক মার্কিন সমীক্ষা অনুযায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব ফ্যাশনের উপর সবচেয়ে ভালো বোঝা যায়। কারণ, এ সময়ে মহিলারা বিলাসবহুল জিনিস কেনেন না। তবে লিপস্টিকের ব্যাপার আলাদা। সমীক্ষ বলছে, সবচেয়ে কমদামি প্রসাধনের দ্রব্য লিপস্টিক। তাই দাম বাড়লেও তা সাধ্যের মধ্যে থাকলে কিনেই নেন মহিলারা। তার নিরিখেই কি টিপু মুনসির এই মন্তব্য? বিতর্ক চলছে।