সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার, টিজার, ডায়লগ প্রোমো–কত কিছুই না প্রকাশিত হয় ছবির প্রচারের জন্য। কিন্তু ছবি যদি ‘তালাইভা’ রজনীকান্তের হয়। আর তাতে যদি বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও থাকেন। তাহলে প্রচার তো একটু অন্যরকমই হবে। তেমনটাই করলেন পরিচালক এস শংকর। ট্রেলার, প্রোমোর বদলে তিনি প্রকাশ্যে আনলেন ‘২.০’-র মেকিংয়ের ভিডিও।
[বিনা কাটেই নয়া সেন্সর প্রধান প্রসূনের ছাড়পত্র পেল ‘বাদশাহো’]
বৃহস্পতিবারই পরিচালক ঘোষণা করেন। রজনী-অক্ষয়ের মতো তারকাদের নিয়ে তিনি কী করছেন, তার ঝলক দর্শকদের দেখাবেন। এই এক ঘোষণার পরই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। ফেসবুকে ট্রেন্ডিং তকমা পায় রজনীকান্তের নাম।
[হরিয়ানা জুড়ে হিংসা, এদিকে সিদ্ধার্থ মালহোত্রা কী টুইট করলেন জানেন?]
যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন পরিচালক শংকর। যথাসময়ের প্রকাশিত হয়েছে রজনী-অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘২.০’-এর নেপথ্যের কাহিনি। সেট তৈরি থেকে শুরু করে অক্ষয়, রজনীদের বিশেষ মেকআপ–সবই ফুটে উঠেছে প্রায় দুই মিনিটের এই ভিডিওতে। মাত্র একদিনেই ৩১ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন রজনীর ছবির এই ফ্লোরের কাহিনি।
২০১৮ সালে মুক্তি পাবে রজনী ও অক্ষয়ের এই ছবি। তালাইভার ছবি ‘এন্থিরন’-এরই পরবর্তী সংস্করণ এটি। ছবিতে একেবারে অন্যরকম লুকে দেখা গিয়েছে অক্ষয়কে। শোনা গিয়েছে, এক বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে বলিউডের খিলাড়িকে। নিজের উপর বৈজ্ঞানিক পরীক্ষা করতে গিয়ে বিপত্তি ঘটান যিনি। এই বিপত্তি সামাল দিতেই ফের অবতীর্ণ হয় রজনী ওরফে চিট্টি। যার সামান্য ঝলকেই তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। ভেঙেছে দর্শকদের উৎসাহের বাঁধ। এখনই যদি রজনী-মহিমার এই হাল হয়, তাহলে ২০১৮ সালের ২৫ জানুয়ারি কী হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ার বিশেষজ্ঞদের মনে।
[সঞ্জয়ের আপত্তিতেই সোশ্যাল সাইট থেকে ছবি সরালেন মান্যতা!]