সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অশিক্ষিত রাজা’র পাল্টা ‘উন্মাদ মুখ্যমন্ত্রী’। রবিবার সাড়ে ন’ঘণ্টা সিবিআই (CBI) জেরার পরদিন দিল্লি বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে এক গল্প শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind kejriwal)। যেখানে এক অশিক্ষিত রাজার উল্লেখ করেছিলেন তিনি। সেই বক্তৃতায় নাম না করে আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণ করে গিয়েছিলেন কেজরি। যার পাল্টা মঙ্গলবার বিজেপি তাঁকে উন্মাদ মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করে পাল্টা আক্রমণ হানল।
জনগণের করের টাকা অপচয় করে, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে একদিনের অধিবেশন ডাকা হয়েছিল, এই অভিযোগ করে এদিন দিল্লি বিজেপির (BJP) মুখপাত্র হরিশ খুরানা বলেন, “দেশের ইতিহাসে প্রথমবার ২০ মিনিটের গল্প শোনাতে একটি দল মানুষের কোটি কোটি টাকা নষ্ট করে অধিবেশন ডাকল। জেলে যেতে এত ভয় কেজরিওয়ালের?”
[আরও পড়ুন: শারীরিক সম্পর্ক এড়াতে কুয়োতে ঝাঁপ তরুণীর, তুলে খুন করলেন স্বামী]
সোমবার বিশেষ অধিবেশনে দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির (AAP) মুখ্য সচেতক দিলীপ পাণ্ডে প্রস্তাব পেশ করেন। যেখানে বলা হয়, আম আদমি পার্টি ও কেজরিওয়ালের জনপ্রিয়তা বাড়ছে দেখে ভয় পেয়েছে
বিজেপি। আপ ও কেজরিতে ভীত নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করে যে কোনও উপায়ে তাঁকে রুখতে মরিয়া হয়ে উঠেছেন। প্রতিবাদ করে দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক রামবীর সিং বিদুরির প্রশ্ন, যদি দুই প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর কাছে কোনও প্রমাণ না থাকে, তবে কেন আদালত বারবার তাঁদের জামিনের আবেদন খারিজ করছে? এরপর প্রস্তাবনার প্রতিলিপি ছিঁড়ে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান।