অরিজিৎ গুপ্ত, হাওড়া: এবার নিজের গড়েই ধাক্কা খেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বিজেপির বাইক ব়্যালি শুরুর আগেই ‘গো ব্যাক’ স্লোগান উঠল সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীবের বিরুদ্ধে। তাঁর সমর্থকদের সামনেই মাইকে বাজল ‘খেলা হবে’ স্লোগান। রবিবার সকালের এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেতার প্রতিক্রিয়া, “এটা বাংলার সংস্কৃতি নয়।” পালটা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্রতিক্রিয়া, “এটা মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।”
এদিন নিজের বিধানসভা কেন্দ্রে বাইক ব়্যালিতে যোগ দিয়েছিলেন রাজীব। তাঁর নেতৃত্বে এদিন একাধিক বাইক ব়্যালি হওয়ার কথা ডোমজুড়ে (Domjure)। এদিন সকালে বলুহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত বাইক ব়্যালি শুরু হওয়ার আগেই বিপত্তি বাধে। প্রত্যক্ষদর্শীদের কথায়, মিছিল যেখান থেকে শুরু হওয়ার কথা সেই এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখান থেকে রাজীবকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হতে থাকে বলে খবর। ওই এলাকায় বেশকিছু মাইকও লাগানো ছিল। তাতে ‘খেলা হবে’ স্লোগান বাজতে থাকে। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়।
[আরও পড়ুন : ‘তৃণমূল নেতার মাথা চাই’, ‘মাওবাদী’ কায়দায় পোস্টার ঘিরে সরগরম এগরা]
স্থানীয় সূত্রে খবর, নিজের বিধানসভা ক্ষেত্রে নিত্যদিনই কোনও না কোনও কর্মসূচি করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সব কর্মসূচিতে মাঝেমধ্যেই তাঁর বিরুদ্ধে স্লোগান তোলেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটাচ্ছে। তবে এদিন ডোমজুড়ের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এটা বাংলার সংস্কৃতি নয়।” তাঁকে পালটা আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তাঁর কথায়, “এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। রাজীবের উপর এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে।” সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে সরগরম হাওড়ার ডোমজুড়।