shono
Advertisement

জঙ্গলের ভিতর ছাগলকে ‘ধর্ষণ’, ২ যুবকের বিরুদ্ধে থানায় পোষ্যের মালিক

একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Posted: 09:39 AM Jun 11, 2023Updated: 09:39 AM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার মতো ঘটনা প্রায়শয়ই শিরোনামে জায়গা করে নেয়। বিকৃতমনস্কদের নজর থেকে রেহাই পেল না ছাগলও। অন্যের পোষ্যর সঙ্গে যৌনতায় মেতে ওঠার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের সেহরের ঘটনায় সর্বত্র সমালোচনার ঝড়।

Advertisement

ছাগল মালিকের দাবি, তার পোষ্যদের ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন তিনি। যখন পোষ্যদের ঘরে আনতে যান দেখেন একটি নিখোঁজ। শুনতে পান দূরে কোথাও তার পোষ্য চিৎকার করছে। শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছন তিনি। দেখেন দুই যুবক পোষ্যর যৌন হেনস্তা করছে। চিৎকার চেঁচামেচি শুরু করেন ছাগলের মালিক। অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের শোনানো হবে রামায়ণ, গীতা, ‘দেশভক্ত’ সন্তান গড়তে নয়া উদ্যোগ RSS ঘনিষ্ঠ সংগঠনের]

নসরুল্লাগঞ্জ থানার দ্বারস্থ হন ছাগল মালিক। আইসি আকাশ অমলকার জানান, “দুই যুবকের বিরুদ্ধে ছাগলকে ধর্ষণ করার অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে।” এই ঘটনায় ফুঁসে উঠেছেন পশুপ্রেমীদের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: করমণ্ডলের রেশ কাটতে না কাটতেই খড়গপুরে লাইনচ্যুত লোকাল ট্রেন! জখম বেশ কয়েকজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement