shono
Advertisement

ভর দুপুরে নবান্নের সামনে মহিলার হার ছিনতাই! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শিবপুরের চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। The post ভর দুপুরে নবান্নের সামনে মহিলার হার ছিনতাই! নিরাপত্তা নিয়ে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM May 09, 2019Updated: 05:14 PM May 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরদুপুরে নবান্নে সামনে এক মহিলার হার ছিনতাই! হাওড়ার শিবপুরের চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। প্রশ্নের মুখে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের নিরাপত্তা।

Advertisement

[আরও পড়ুন: আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের]

অভিযোগকারিণীর নাম নীলিমা চট্টোপাধ্যায়। হাওড়াতেই থাকেন তিনি। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে পায়ে হেঁটে মেয়ে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। ফেরার পথে বাইকে করে এসে তাঁর গলার সোনার হারটি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে মেরেকেটে দু’শো মিটার দূরে। ঘটনার আকস্মিকতা হতবাক হয়ে যান নীলিমাদেবী। শিবপুরের চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত পুলিশ হারটি উদ্ধার করে পারেনি। কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। নীলিমা চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর গলা থেকে যে হারটি ছিনতাই করেছে দুষ্কৃতীরা, সেটি প্রায় এক ভরি সোনার।

রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর। দ্বিতীয় হুগলি সেতু লাগোয়া নবান্নে বসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নবান্ন ও লাগোয়া এলাকার নিরাপত্তা যথেষ্ট আঁটোসাটো। দিনভর প্রচুর পুলিশ মোতায়েন থাকে। তাহলে কীভাবে ভরদুপুরে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে নবান্নে নর্থ গেটে সামনে গুলি চলেছিল। পুলিশের দাবি, অসাবধনতাবশত কর্তব্যরত এক পুলিশকর্মীর রাইফেল থেকে গুলি বেরিয়ে গিয়েছিল। বস্তুত, নবান্নে সামনে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন এক ব্যক্তি।

[আরও পড়ুন: স্নাতকে ভরতির জন্য বিভিন্ন ফর্ম ফিলআপ, পড়ুয়াদের সুবিধায় সিদ্ধান্ত সেন্ট জেভিয়ার্সের]

The post ভর দুপুরে নবান্নের সামনে মহিলার হার ছিনতাই! নিরাপত্তা নিয়ে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement