সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুঁশিয়ারি মোতাবেক কালো টাকার মালিকদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামছে আয়কর বিভাগ৷ নোট বাতিলের শেষ ১০ দিনে যাঁরা ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা জমা করেছেন, এবার তাঁদের যাবতীয় তথ্য নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিল আয়কর বিভাগ৷ শুধু ব্যাঙ্কেই জমা নয়, নোট বাতিলের শেষ ১০ দিনে যাঁরা মোটা অঙ্কের ঋণ মিটিয়েছেন বা ই-ওয়ালেটে প্রচুর টাকা ভরেছেন, তাঁদের সব তথ্য নিয়েও বসছেন আয়কর বিভাগের অফিসাররা৷
(জানেন কত টাকার নোট বাজারে আনার প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক?)
ব্যাঙ্ক ও পোস্ট অফিসে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ৫০ দিনের উইন্ডো পিরিয়ড দিয়েছিল৷ সেই সময় কেউ যদি প্যান কার্ড নম্বর ছাড়া ব্যাঙ্কে ৫০ হাজার টাকাও জমা দিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে আয়কর বিভাগ৷ একটি সর্বভারতীয় সংবাদপত্র কেন্দ্রীয় সরকারের এক প্রভাবশালী আমলাকে উদ্ধৃত করে জানিয়েছে, আয়কর বিভাগ তাদের যাবতীয় পরিকাঠামো এই কাজে নিয়োগ করতে চলেছে৷ নোট বাতিলের মেয়াদের শেষ ১০ দিনে যাঁরা মোটা অঙ্কের লেনদেন করেছেন, প্রথম দফায় তাঁদের বিরুদ্ধে অভিযান চলবে৷ বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে আয়কর বিভাগ খোঁজ করবে, খরচ করা ওই টাকা কারও আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না৷ কারও উপর সন্দেহ হলে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকেও পাঠাতে পারে৷
(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)
সূত্রের খবর, নোট বাতিলের সময় ব্যাঙ্কে সন্দেহজনক লেনদেন প্রায় চারগুণ বেড়ে গিয়েছিল৷ সেই সব তথ্য এবার খতিয়ে দেখা শুরু হবে৷ অন্তত ৬০ লক্ষ সন্দেহজনক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা বা তার বেশি জমা পড়েছে৷ এর মধ্যে ১০,৭০০ কোটি টাকা উত্তর-পূর্ব ভারতের নানা ব্যাঙ্কের শাখায় জমা পড়েছে৷ সেই সব অ্যাকাউন্টের প্রতিবছর সাধারণত কত টাকা করে লেনদেন হত সেই সব তথ্য যাচাই করে দেখবেন আইটি অফিসাররা৷ ব্যাঙ্কে জমা পড়া ৭.৩৪ লক্ষ কোটি টাকার প্রকৃত উৎস জানতে এবার তৎপর হচ্ছে কেন্দ্র৷
(জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের!)
(এটিএম থেকে টাকা তোলায় নয়া বিধিনিষেধ কেন্দ্রের!)
The post ই-ওয়ালেটে প্রচুর টাকা? আয়কর হানা দিল বলে! appeared first on Sangbad Pratidin.