shono
Advertisement

রোগীদের জন্য বিপজ্জনক, ১৪টি ‘ককটেল ওষুধ’ নিষিদ্ধ করল কেন্দ্র

তালিকায় রয়েছে সাধারণ সংক্রমণ, সর্দিকাশি ও জ্বর নিরাময়ের ওষুধ।
Posted: 08:59 AM Jun 04, 2023Updated: 09:07 AM Jun 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীদের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ার পরই কেন্দ্র ১৪টি ফিক্স ডোজ কম্বিনেশন তথা ‘ককটেল ওষুধ’ নিষিদ্ধ করেছে। সাধারণ ভাবে ককটেল ওষুধ বলতে বোঝায়, একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের সংমিশ্রণ রয়েছে। কিন্তু বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা করে দেখে যে ওই ওষুধ রোগীদের পক্ষে বিপজ্জনক। সেই রিপোর্ট আসার পর মোদি সরকার ওই ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

Advertisement

উল্লেখ্য, কমিটি ওই ওষুধের ‘ককটেল’কে ক্ষতিকারক ও থেরাপিউটিক ন্যায্যতার অভাব রয়েছে বলে উল্লেখ করেছে। কোন কোন ‘ককটেল ওষুধ’ রয়েছে তালিকায়? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, এতে রয়েছে সাধারণ সংক্রমণ, সর্দিকাশি ও জ্বর নিরাময়ের ওষুধ। নিমেসুলাইড+ প্যারাসিটামল ডিসপারসিবেল ট্যাবলেট, অ্যামোক্সিসিলিন+ব্রোমহেক্সিনের মতো ককটেল।

[আরও পড়ুন: রেল দুর্ঘটনার দায় নিয়ে ‘নিঃশব্দে’ সরে গিয়েছিলেন লালবাহাদুর, আজও স্মরণীয় সেই ইতিহাস]

প্রসঙ্গত, গত এপ্রিলে গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছিল এদেশে বহুল ব্যবহৃত ৪৮ ওষুধ। যার মধ্যে হার্টের ওষুধ, ডায়াবেটিস, প্রেশার থেকে শুরু করে মাল্টিভিটামিন ইত্যাদি ওষুধ ছিল। পরীক্ষা করে দেখা যায়, ওষুধগুলির উপাদানে গোলমাল রয়েছে। 

[আরও পড়ুন: ১০ দলিত খুনে সাজা চার দশক পর, যাবজ্জীবন কারাদণ্ড ৯০-এর বৃদ্ধের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement