shono
Advertisement

নজরে লোকসভা, উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম আরও কমাল মোদি সরকার

লোকসভার আগে কল্পতরু মোদি সরকার।
Posted: 03:37 PM Oct 04, 2023Updated: 04:23 PM Oct 04, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে বিরাট চমক কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম  আরও ১০০ টাকা কমানো হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

Advertisement

আগস্ট মাসের শেষেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদির সরকার। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনার (Ujwala Yojona) গ্যাসে বাড়তি ২০০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এবার উজ্জ্বলার সেই বাড়তি ছাড় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানালেন, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে এই বাড়তি ছাড় ২০০ টাকার বদলে ৩০০ টাকা করা হচ্ছে। 

[আরও পড়ুন: রেলের চাকরি দুর্নীতি মামলায় সপরিবার জামিন, স্বস্তি সপরিবার লালুর]

আসলে, করোনা (Coronavirus) লকডাউন শুরুর পর থেকেই হু হু করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। পাল্লা দিয়ে কমেছে ভরতুকির পরিমাণ। পরিস্থিতি এমনই যে, রান্নার গ্যাস কিনতে গেলেই এখন ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে। রান্নার গ্যাসের এই বিপুল মূল্যবৃদ্ধি আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election) এবং লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে কেন্দ্রের মাথাব্যাথার কারণ পারত। সেটা আন্দাজ করেই সম্ভবত গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হল।

[আরও পড়ুন: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত, নিউজক্লিকের ঘটনায় সরব দেশের সাংবাদিকরা!  ]

গত ১ মার্চের হিসাব অনুযায়ী দেশে উজ্জ্বলা যোজনার আওতায় প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছেন। কেন্দ্র এই বাড়তি ভরতুকি দিলে এই বিপুল সংখ্যক গ্রাহক উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ভোটবাক্সে ডিভিডেন্ট দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement