shono
Advertisement

তিন বছরে একটিও পড়ুয়া নেই এই সরকারি স্কুলে!

কেন স্কুলে আসে না পড়ুয়ারা? The post তিন বছরে একটিও পড়ুয়া নেই এই সরকারি স্কুলে! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:09 PM Feb 19, 2017Updated: 01:39 PM Feb 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে স্কুলে বসে আছে পড়ুয়ারা। পড়ানোর জন্য কোনও শিক্ষক নেই। এরকম ছবি প্রায়শই উঠে আসে। ঠিক তার উল্টো ছবি দেখা গেল মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায়। সেখানে ধারুখিরি গ্রামের স্কুলে শিক্ষক আছেন তিনজন। কিন্তু গত তিন বছরে পড়ুয়া নেই একটিও।

Advertisement

বিজেপি বিধায়কের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, ক্ষুব্ধ নেতা

জানা যাচ্ছে, জেলাটিতে অন্তত ৪২টি স্কুল আছে যেখানে কোনও শিক্ষকই নেই। অন্যদিকে ৬৮টি স্কুল আছে যেখানে শিক্ষক মাত্র একজনই। সে সবের ভিতর ব্যতিক্রম ধারুখিরির এই স্কুলটি। সেখানে আবার গত তিন বছরে একটি পড়ুয়াও নেই। কেন স্কুলে আসে না পড়ুয়ারা? জেলায় যে শিক্ষার হার নিম্নগামী এমনটা নয়, ওই গ্রামে পড়াশোনার বালাই নেই তাও নয়। তাহলে কেন এই অবস্থা? এই ছবির নেপথ্যে আছে সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের ঔদাসীন্য। বেশিরভাগ বাচ্চাই প্রাইভেট স্কুলে যায়। আরও একটি গভীর কারণ অবশ্য উঠে আসছে। জাতপাতের গেরোতেও মুশকিলে পড়েছে স্কুলটি। বেশিরভাগ তফশিলি জাতি ও উপজাতির ছেলেমেয়েরাই আসত স্কুলটিতে। ফলত তাদের সঙ্গে নিজের বাচ্চাকে একই স্কুলে পড়াতে নারাজ উচ্চবর্ণের অভিভাবকরা। স্কুলের শিক্ষক তাই খেদ করে বলছেন, মোটে তিনজন পড়ুয়া ছিল, তার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। একটি ছেলে সে কখনও আসে, কখনওবা আসে না। একই ব্যাপার চলছে টানা তিন বছর ধরে। জাতপাতের ভেদাভেদ ঘুচিয়ে, ঔদাসীন্য তুলে রেখে অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠান, এমনটাই প্রার্থনা শিক্ষকদের।

চোখ ধাঁধানো ‘ব্রহ্মস’ মিসাইলের এই গোপন তথ্যগুলি জানেন কি?

The post তিন বছরে একটিও পড়ুয়া নেই এই সরকারি স্কুলে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement