shono
Advertisement

বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে নয়া কর্মসূচি রাজ্যপালের, চালু হেল্পলাইন

রাজভবনের তরফে জারি হয়েছে নয়া নির্দেশিকা।
Posted: 10:33 AM Sep 13, 2023Updated: 10:33 AM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব ক্রমশ জোরাল হচ্ছে। এদিকে বিধানসভায় পাশ হওয়া পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিলটিতে রাজ্যপাল সই না করায় রাজভবনের হলফনামা চেয়েছে হাই কোর্ট। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতি সরল করতে নয়া কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Advertisement

বিষয়টা ঠিক কী? বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতি সরল করতে নয়া কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যার নাম স্পিড প্রোগ্রাম। মঙ্গলবার রাতে রাজভবনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ২৫ টি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়, যা কাজ বাকি রয়েছে সেগুলি চিহ্নিত করে তা আগে শেষ করার কথাও বলা হয়েছে।

[আরও পড়ুন: মাদক স্প্রে করে পঞ্চায়েত সদস্যের বাড়িতে চুরি! খোয়া গেল প্রচুর গয়না ও নগদ]

জানা গিয়েছে, রাজভবনে একটি রিয়েলটাইম মনিটরিং সেলও স্থাপন করা হয়েছে। একটি হেল্প লাইন চালু করা হয়েছে। নম্বর-০৩৩-২২০০১৬৪২। সেখানে যে কোনও সময় উপাচার্যরা যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। অভিযোগ জানানো যাবে মনিটরিং সেলেও।

[আরও পড়ুন: ভৌতিক কাণ্ড! বন্ধ স্কুলের ভিতর থেকে ভেসে আসছে শিশুর কান্নার শব্দ! চাঞ্চল্য মেদিনীপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement