shono
Advertisement

দুর্ঘটনা কমাতে সরকারি বাসে বসছে গতি নিয়ন্ত্রক যন্ত্র

দু'মাসের মধ্যে পাঁচটি পরিবহণ নিগমের সমস্ত পুরনো বাসে বসানো হবে স্পিড গভর্নরস৷ পরিবহণ দফতরের তৈরি কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত হয়েছে৷ দিন দুয়েকের মধ্যেই প্রতিটি এসটিওকে এই গতিরোধক যন্ত্র বসানোর নির্দেশ পাঠানো হবে৷ প্রথমে সরকারি নিগমের বাস পরে বেসরকারি বাস ও ট্রাকে এই যন্ত্র বসানো হবে৷ মাস দুয়েক আগে কলকাতায় এসে গতি নিয়ন্ত্রক এই যন্ত্র বসানোর ক্ষেত্রে রাজ্যকে সচেষ্ট হওয়ার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় রোড সেফটি কাউন্সিলের সদস্য কমলজিত্‍ সই৷ জানিয়েছিলেন, জাতীয় সড়কে এবং রাস্তায় দুর্ঘটনা এড়াতে রাজ্যের কী কী করা উচিত৷ The post দুর্ঘটনা কমাতে সরকারি বাসে বসছে গতি নিয়ন্ত্রক যন্ত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM May 30, 2016Updated: 01:52 PM May 30, 2016

নব্যেন্দু হাজরা: দু’মাসের মধ্যে পাঁচটি পরিবহণ নিগমের সমস্ত পুরনো বাসে বসানো হবে স্পিড গভর্নরস৷ পরিবহণ দফতরের তৈরি কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত হয়েছে৷ দিন দুয়েকের মধ্যেই প্রতিটি এসটিওকে এই গতিরোধক যন্ত্র বসানোর নির্দেশ পাঠানো হবে৷ প্রথমে সরকারি নিগমের বাস পরে বেসরকারি বাস ও ট্রাকে এই যন্ত্র বসানো হবে৷ মাস দুয়েক আগে কলকাতায় এসে গতি নিয়ন্ত্রক এই যন্ত্র বসানোর ক্ষেত্রে রাজ্যকে সচেষ্ট হওয়ার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় রোড সেফটি কাউন্সিলের সদস্য কমলজিত্‍ সই৷ জানিয়েছিলেন, জাতীয় সড়কে এবং রাস্তায় দুর্ঘটনা এড়াতে রাজ্যের কী কী করা উচিত৷ গতি নিয়ন্ত্রক এই যন্ত্র বসানো হলে অনেকটাই দুর্ঘটনা কমবে বলে মন্তব্য করেছিলেন তিনি৷ রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গাড়িতে স্পিড গভর্নরস বসানোর আইন চালু হয়েছে৷ তাই তা দ্রূত কার্যকর করা হবে৷ তড়িঘড়ি তৈরি করা হয়েছে কমিটি৷ সেই কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত৷
পরিবহণ দফতরসূত্রে জানা গিয়েছে, প্রায় হাজার দুয়েক পুরনো বাস সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি, ডব্লুবিএসটিসি, সিটিসিতে রয়েছে৷ সেই বাসেই বসবে নতুন এই যন্ত্র৷ বাস প্রস্তুতকারক সংস্থাই এই যন্ত্র বসানোর কাজ করবে৷ নতুন বাসে এই যন্ত্র বসানো রয়েছে৷ ফলে প্রয়োজন নেই৷ শুধু পুরনো বাসেই বসবে এই যন্ত্র৷ পাশাপাশি বেসরকারি বাস এবং ট্রাক মালিকদের কাছে জানতে চাওয়া হয়েছে, কোন মালিকের কোন কোম্পানির বি-এস থ্রি বাস রয়েছে৷ সেই তথ্য দফতরের হাতে এলে ওই সংস্থাগুলোকে ডেকে পাঠানো হবে৷ তারপর বেসরকারি বাস এবং ট্রাকে শুরু হবে এই যন্ত্র বসানোর কাজ৷ কারণ যে সংস্থার গাড়ি সেই সংস্থাই এই যন্ত্র গাড়িতে লাগাতে পারবেন৷ অন্য কোনও সংস্থা তা লাগালে সমস্যা দেখা দিতে পারে৷ তবে প্রাথমিকভাবে যন্ত্র বসবে সরকারি বাসেই৷ বেসরকারি বাস এবং ট্রাকমালিকরা জানান, রাজ্যে বেসরকারি বাসের সংখ্যা প্রায় ৪০ হাজার৷ ট্রাকের সংখ্যা লাখ দেড়েক৷ এই বিপুল সংখ্যক বাস এবং ট্রাক কতদিনে যন্ত্র লাগিয়ে উঠবে তা নিয়ে সংশয়ে তাঁরাই৷ তবে দফতরের কর্তারা জানাচ্ছেন, দ্রূত এই কাজ করা হবে৷ বাস প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথার পরই শুরু হবে কাজ৷
মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে(মরথ) রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৪ সালে পথদুর্ঘটনার নিরিখে এ রাজ্য প্রথম ১৩টি রাজ্যের মধ্যে উপরের সারিতে রয়েছে৷ ক্রাইম রেকর্ডও বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই পণ্যবাহী গাড়ির ধাক্কাতেই পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে৷ সেই দুর্ঘটনা কমাতেই সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত রাজ্যে গাড়িতে স্পিড গভর্নরস বসানোর নির্দেশ দেওয়া হয়৷
পরিবহণ দফতরের এক কর্তা বলেন, গাড়িতে স্পিড গভর্নরস বসানোর জন্য একটি টেকনিক্যাল কমিটি তৈরি করা হয়েছে৷ সেই কমিটিতে অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সংস্থার প্রতিনিধি, বাস ও ট্রাক সংগঠনের নেতা এবং পরিবহণ দফতরের কর্তারা রয়েছেন৷ সেই কমিটিই ৬০ দিনের মধ্যে প্রথমে সরকারি নিগমের বাসে এই যন্ত্র বসানোর সুপারিশ করেছে৷” পরিবহণ দফতরের তরফে সেই নির্দেশই সবকটি পরিবহণ নিগমকে পাঠিয়ে দেওয়া হবে শীঘ্রই৷ বাস-মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ যখন মানতে তো হবেই৷ সরকার এবিষয়ে কমিটিও তৈরি করেছে৷ আমরা যে সংস্থা থেকে বাস কিনেছি, তার তালিকা পরিবহণ দফতরকে পাঠাব৷ কবে বসাতে হবে তা তো দফতরের কর্তারাই ঠিক করবে৷ তবে শুনেছি প্রথমে সরকারি বাসে এই যন্ত্র বসবে৷”

Advertisement

The post দুর্ঘটনা কমাতে সরকারি বাসে বসছে গতি নিয়ন্ত্রক যন্ত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার