সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিপফেক (Deepfake) প্রযুক্ত ব্যবহার করে ক্রমেই বাড়ছে প্রতারণার জাল। এমনকী সম্প্রতি এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। এবার শক্ত হাতে তা রুখতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্র। সূত্রের খবর, এই প্রযুক্তির অপব্যবহার রুখতে ডাকা হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। যাতে আমন্ত্রণ জানানো হচ্ছে গুগল, মেটা-সহ একাধিক সোশাল মিডিয়া জায়ান্টকে।
অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। যে ঘটনায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। এর পরই দিওয়ালি মিলন অনুষ্ঠানে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। জানান, তিনি নিজেকেও ডিপফেক ভিডিওতে দেখেছেন। এবার ডিপফেক রুখতে একাধিক পদক্ষেপের কথা জানানো হল কেন্দ্রের তরফে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খারাপ কাজে ব্যবহার করে সাধারণ মানুষের ক্ষতির চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। যে কোনও ভিডিও কিংবা ছবিতে অন্য কারও মুখ বসিয়ে দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে।
[আরও পড়ুন: স্বস্তিক ‘ঘৃণার চিহ্ন’ বলে দাবি ট্রুডোর! নতুন করে বিতর্ক ঘনাচ্ছে কানাডায়]
এসব রুখতেই এবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, যারা ইন্টারনেট ব্যবহার করে, সেই সব ভারতীয়দের নিরাপত্তা আর বিশ্বাস অটুট রাখার দায়িত্ব কেন্দ্রেরই। “আমরা কী পদক্ষেপ করছি তা জানতে ২৪ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। পরিকল্পনা মাফিকই এগোব।” বলেন মন্ত্রী।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও জানান, শীঘ্রই এনিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসা হবে। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, গুগল, মেটা-সহ বেশ কয়েকটি সোশাল মিডিয়া সংস্থাকে।