সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাটলারের বিয়ে বলে কথা। পোশাকেও সেই ছোঁয়া রাখা মাস্ট! সেকথা মাথায় রেখেই ক্রীড়াদুনিয়ার অন্যতম 'ক্যুইন'-এর বিয়ের জন্য বিশেষ পোশাক ডিজাইন করলেন মাসাবা গুপ্তা। যে পোশাকে পিভি সিন্ধুর (PV Sindhu) অলিম্পিকে পদক জয়ের সাল থেকে ব্যাডমিন্টন, শাটলককের ডিজাইনের পাশাপাশি ভেঙ্কট সাই দত্তর সঙ্গে তাঁর প্রেম শুরুয়াতের গল্পও ফুটিয়ে তুললেন সেলেব পোশাকশিল্পী।
রাজস্থানের উদয়পুরে তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী ভেঙ্কট সাই দত্তর সঙ্গে সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। বিয়ে, বাগদানের আসর থেকে একগুচ্ছ ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। সেখানেই দেখা গেল জনপ্রিয় পোশাকশিল্পী মাসাবার ম্যাজিক। তাঁর কেরামতিতে সূচারুভাবে সুতোয় ফুটে উঠেছে সিন্ধুর সাফল্যের নানা গাঁথা। কোথাও ব্যাডমিন্টন থিমের লেহেঙ্গায় দেখা গেল শাটলারকে। আবার কোনও গয়নায় ছোঁয়া। বিয়ের মেহেন্দি, মাথার ভেল, শাড়ির পাড় থেকে গয়নাগাঁটি সবেতেই সিন্ধুর জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। বিয়ের স্টেটমেন্ট আংটিতে দেখা গেল ব্যাডমিন্টন তারকার অলিম্পিকসে সোনা এবং রুপোর পদক জয়ের সাল উল্লেখ করা। জীবনের বিশেষ দিনে 'হাউজ অফ মাসাবা'র এই কাস্টমমেড পোশাকে খুশি সিন্ধু।
লেহেঙ্গার স্কার্টে লতা-পাতা-সহ সিন্ধুর কুর্তার ব্লাউজেও এমব্রয়ডারির মাধ্যমে নানা ডিজাইন ফুটিয়ে তুলেছেন মাসাবা। পাশাপাশি তাঁর সোনার মাথা পাট্টির সঙ্গে থাকা কাস্টম পরান্ডাও নজর কেড়েছে।
পাশাপাশি মুক্তোর ঝোলা কানের দুল, একটি অর্ধ-চন্দ্রাকৃতির নেকলেস একটি চেন এবং হাতের ফুল দিয়ে বিয়ের দিন সাজেন সিন্ধু। অন্যদিকে, স্বামী ভেঙ্কট দত্ত সাইও নজর কেড়েছেন মাসাবার কাস্টমমেড 'অম্বর বাগ' কুর্তায়।