shono
Advertisement

Breaking News

শেষ বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন! সরকারি কর্মীদের জন্য নয়া ভাবনা কেন্দ্রের

২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপের পথে কেন্দ্র।
Posted: 11:46 AM Feb 17, 2023Updated: 12:38 PM Feb 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের জন্য বিরাট পরিকল্পনা করছে কেন্দ্র। শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের জন্য নাকি আগের মতো শেষ বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন পদ্ধতি চালু করার কথা ভাবছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। সেটা হলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর সমর্থন প্রায় নিশ্চিত করে ফেলবে বিজেপি।

Advertisement

এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য চালু রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। এই স্কিমের অধীনে সরকারি কর্মীদের নিজেদের বেতনের একটি অংশ পেনশন তহবিলে জমা রাখতে হয়। কেন্দ্রও ওই একই পরিমাণ অর্থ কর্মীদের পেনশন স্কিমে জমা রাখে। তারপর সেই জমানো টাকা থেকে অবসরের পর সামান্য পরিমাণ পেনশন দেওয়া হয় ওই সরকারি কর্মীকে। মজার কথা হল, এই পদ্ধতিতে শুধু সরকারি কর্মী নন, সাধারণ নাগরিকরাও পেনশনের সুবিধা পেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে পেনশন হিসাবে বাড়তি কোনও সুবিধা সরকারি কর্মীরা পাচ্ছেন না।

[আরও পড়ুন: পৃথ্বী শ’র সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা তন্বী আসলে কে? জানলে চমকে যাবেন]

স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের একটা জায়গা রয়েছে। সেই ক্ষোভ আবার আরও উসকে গিয়েছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে পুরনো পেনশন যোজনা চালু হয়ে যাওয়ায়। কংগ্রেস ইতিমধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, এবং হিমাচলপ্রদেশে পুরনো পেনশন ব্যবস্থা (Old Pension Scheme) চালু করেছে। এই স্কিম অনুযায়ী, অবসরের পর সরকারি কর্মীরা নিজের শেষ বেতনের ৫০ শতাংশ মাসিক পেনশন হিসাবে পান। আগামী লোকসভাতে নির্বাচনেও পুরনো পেনশন ব্যবস্থা ফেরানোকে প্রচারের ইস্যু করতে পারে হাত শিবির। সম্ভবত সেকারণেই ফের পুরনো পেনশন ব্যবস্থা চালু করার কথা ভাবছে কেন্দ্র সরকার। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। যদিও এ প্রসঙ্গে সরকারিভাবে এখনও কিচ্ছু জানানো হয়নি। বরং সরকারি সূত্র পুরো বিষয়টি অস্বীকারই করেছে।

[আরও পড়ুন: সেলফির আবদার না মেটানোয় পৃথ্বী শ’র উপর হামলা, বন্ধুর গাড়ি ভাঙচুর! চাঞ্চল্য মুম্বইয়ে]

তাছাড়া রিজার্ভ ব্যাংকও (Reserve Bank) পুরনো পেনশন ব্যবস্থা চালুর বিপক্ষে। তারা বলছে, এই পেনশন ব্যবস্থা চালু হলে সরকারের উপর বিরাট আর্থিক বোঝা চাপবে। যে রাজ্যগুলি এই প্রকল্প চালু করেছে, সেই রাজ্যগুলিকেও ইতিমধ্যেই সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement