shono
Advertisement

সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে মিছিল ‘ইন্ডিয়া’র, মোদি-শাহের বিবৃতি দাবি খাড়গের

বিরোধীদের মিছিল শুরু পুরনো সংসদ থেকে।
Posted: 01:58 PM Dec 21, 2023Updated: 01:58 PM Dec 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের নিরাপত্তা বিচ্যুতি এবং বিরোধীদের সাসপেন্ড করা নিয়ে বৃহস্পতিবারও উত্তপ্ত সংসদ। এদিন অধিবেশন শুরুর আগে পুরনো সংসদ ভবনের মূল প্রবেশপথ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি (BJP) বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা। তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার।

Advertisement

ইন্ডিয়ার ওই মিছিলে অংশ নেন কংগ্রেসের (Congress) তাবড় নেতা। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury), সঞ্জয় রাউত, রামগোপাল যাদবরা এদিন মিছিলে আগাগোড়া মোদি বিরোধী স্লোগান দিয়ে গিয়েছেন। সাংসদদের কলরব,’স্বৈরাচার চলবে না।’ পরে নতুন সংসদে গিয়ে গান্ধীমূর্তির নিচে জড়ো হন সাসপেন্ডেট সাংসদরা। সেখানে যোগ দেন রাহুল গান্ধীও।

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

সংসদের নিরাপত্তা নিয়ে মোদি-শাহদের বিবৃতি দাবি করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এদিন বলেন,”আমরা নিরাপত্তা ভঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়েছিলাম। অথচ ওরা সংসদেই এলেন না। প্রধানমন্ত্রী বারাণসীতে এ নিয়ে মুখ খুলেছেন। আহমেদাবাদে খুলেছেন। অথচ, সংসদে কিছু বলছেন না। এটা নিয়ম বিরুদ্ধ। প্রধানমন্ত্রীর সংসদেই আগে মুখ খোলা উচিত।” সাংসদদের সাসপেনশন নিয়েও অভিযোগ রয়েছে খাড়গের। তাঁর দাবি, সরকারই সংসদ চলতে দিচ্ছে না। এই সাসপেনশন সংসদীয় রীতি পরিপন্থী এবং বেআইনি।

[আরও পড়ুন: শুভেন্দুর আচমকা ‘হানা’! নিরাপত্তা আরও বাড়ছে নবান্নের]

মিমিক্রি কাণ্ডে যেভাবে উপরাষ্ট্রপতি ধনকড় যেভাবে নিজের ‘জাঠ’ পরিচয় উসকে দিয়ে শাসকদলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটারও নিন্দা করেন খাড়গে। কংগ্রেস সভাপতির অভিযোগ, ধনকড় এই বিতর্কে সুকৌশলে ‘জাঠ’ পরিচয় প্রকাশ্যে এনে জাতপাতের ভাবাবেগ উস্কে দিতে চাইছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement