shono
Advertisement

সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও

কেন আধার না থাকলে আপনার ফোন কাজ করবে না? The post সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 AM Mar 24, 2017Updated: 04:33 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বাধ্যতামূলক হয়েছে আধার কার্ড৷ এমনকী কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুযোগসুবিধা পেতেও আধার ছাড়া গতি নেই৷ তবে এখানেই কিন্তু শেষ নয়৷ এবার আধার না থাকলে বিকল হতে পারে আপনার ফোনটিও৷

Advertisement

জাতপাত নয়, আর্থ-সামাজিক মানদণ্ডেই হবে সংরক্ষণ ]

কেন আধার না থাকলে আপনার ফোন কাজ করবে না? এবার সমস্ত প্রিপেড বা পোস্ট পেড মোবাইল নম্বরকে আধারের সঙ্গে সংযুক্তিকরণের নির্দেশ দিল প্রশাসন৷ এই মর্মে ডট (ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস) একটি নোটিস পাঠাতে চলেছে টেলিকম অপারেটরগুলিকে৷ সেখানেই এ নির্দেশ দেওয়া হচ্ছে৷ অর্থাৎ যে সময়েই সিমকার্ড নেওয়া হোক না কেন, সেগুলিকে পুনরায় ভেরিফাই করা হবে৷ প্রত্যেক ব্যক্তির আধার নম্বরের সঙ্গে ফোন নম্বরের যোগ থাকবে৷

[ বিএসএফ জওয়ান তেজ বাহাদুর ‘মৃত’! ভিডিও ভাইরাল ]

সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে৷ তবে অনেক ক্ষেত্রেই তা যে মান্য করা হয় না, এমন অভিযোগও এসেছে৷ নামমাত্র তথ্য নিয়েই সিম কার্ড বা ফোন নম্বর দিয়ে দেওয়া হয়৷ তা অনেকসময় বিপজ্জনক আকারও নেয়৷ কোনও সন্ত্রাসি কার্যকলাপের সঙ্গেও যে এই নম্বরগুলির যোগ থাকতে পারে, এমন নমুনাও বিরল নয়৷ এই প্রতারণা রুখতেই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ আদালতের ফরমান ছিল, দেশের প্রত্যেকটি ফোন নম্বর ভেরিফায়েড হওয়া উচিত৷ অবশ্য আধারের মাধ্যমেই যে তা করতে হবে, এমন নির্দেশ আদালত দেয়নি৷ কিন্তু প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেহেতু আধারই দেশের প্রত্যেক ব্যক্তির ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, সেহেতু এর সঙ্গে সংযুক্তিকরণেই যথার্থ ভেরিফিকেশন হওয়া সম্ভব, এমনটাই সিদ্ধান্ত কেন্দ্রের৷ আর তাই খুব শিগগিরি শুরু হতে চলেছে এই ভেরিফিকেশন৷ যদি আধারের সঙ্গে সংযুক্তিকরণ নয়, তবে যে কোনও ফোন নম্বরই বেআইনি বলে ঘোষিত হবে৷ এর সময়সীমা ৬ ফেব্রুয়ারি, ২০১৮৷

প্রকাশ্যে এল শিব সেনা সাংসদের ‘Unedited’ গুণ্ডামি, দেখুন ভিডিও ]

 

The post সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার