shono
Advertisement

চিন-পাকিস্তানকে রুখতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত

যুদ্ধবিমানগুলি কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার৷ The post চিন-পাকিস্তানকে রুখতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 PM Oct 29, 2016Updated: 09:14 PM Oct 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০-রও বেশি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করল ভারত৷ শর্ত একটাই, নির্মাতা সংস্থাকে কোনও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিমানগুলি তৈরি করতে হবে৷ শনিবার এমনটাই জানানো হল বায়ুসেনা কর্তাদের তরফে৷ যুদ্ধবিমানগুলি কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার৷

Advertisement

প্রাথমিকভাবে ২০০টি সিঙ্গল ইঞ্জিন সমৃদ্ধ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থাকলেও, সংখ্যাটা ৩০০-তে গিয়েও ঠেকতে পারে৷ সোভিয়েত জমানায় কেনা বিমানগুলি এখন ‘বুড়ো’ হয়ে গিয়েছে৷ সেই সব যুদ্ধবিমান বাতিল ঘোষণা করে নয়া বিমানগুলি দেশের আকাশপথকে নিরাপদে রাখতে ব্যবহার করা হবে৷ নয়া পরিকল্পনা সফল হলে, এটিই হতে চলেছে দেশের অন্যতম বৃহত্তম সমরাস্ত্র লেনদেন চুক্তি৷

সদ্য রাশিয়ার থেকে অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ভারত৷ ৩৬টি রাফায়েল কেনার পাশাপাশি আকাশপথে বায়ুসেনাকে আরও গতিশীল করে তুলতে নতুন ২০০টি যুদ্ধবিমান যত দ্রুত সম্ভব হাতে পেতে চায় বায়ুসেনা৷ চিন ও পাকিস্তানকে ঠেকাতে ও দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট রাখতে কোনও সমঝোতায় নারাজ বায়ুসেনা৷

The post চিন-পাকিস্তানকে রুখতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement