shono
Advertisement

বাংলার প্রথম আন্তর্জাতিক মানের বৈদ্যুতিন ফেরি তৈরি করে নজির গার্ডেনরিচের

দ্রুতগতিতে জল কেটে এগনোর ক্ষমতা রয়েছে জলযানটির।
Posted: 08:49 PM Jan 11, 2024Updated: 08:49 PM Jan 11, 2024

অর্ণব আইচ: গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার আরও এক মাইলস্টোন। GRSE তৈরি করল বাংলার প্রথম আন্তর্জাতিক মানের বৈদ্যুতিন ফেরি (Electric Ferry)। ডিজেল চালিত নয়, সৌরশক্তি ও ব্যাটারির সাহায্যে চলাফেরা করবে এই জলযান। এর নাম দেওয়া হয়েছে ‘ঢেউ’।

Advertisement

ফেরিটির দৈর্ঘ্য ২৪ মিটার। ২৪৬ কিলোমিটার পাওয়ার যুক্ত এই ফেরিতে সর্বোচ্চ যাত্রীসংখ্যা হতে পারবে ১৫০ জন। কামরাগুলি শীতাতপ নিয়ন্ত্রিত। ইঞ্জিনের শব্দ থেকে শুরু করে কোনও ধরনের শব্দই পাবেন না যাত্রীরা। যাত্রা হবে একেবারে স্বচ্ছন্দে। পাশাপাশি এও জানা যাচ্ছে, উন্নত মানের প্রপেলার লাগানো রয়েছে এতে। যার ফলে জলযানটির সর্বোচ্চ গতি হবে ১০ নট।

[আরও পড়ুন: নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ! কী হয়েছিল শেষ দিন?]

এদিন ফেরিটিকে জলে ভাসানোর সময় উপস্থিত ছিলেন সংস্থার মানবাধিকার বিভাগের জেনারেল ম্যানেজার লিপি দাস, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি প্রমুখ।

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement