সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর পর আর যত্রতত্র পড়ে থাকবে না গরুর দেহ। তাদের ‘শেষ বিদায়’ জানাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে আহমেদাবাদ (Ahmedabad) প্রশাসন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এবার মোদির রাজ্যে তৈরি করা হচ্ছে গরুদের শ্মশান।
বেশ কয়েকজন বিজেপি কাউন্সিলর (BJP Councillor) এবং আহমেদাবাদ পুরসভার প্রশাসক একত্রিত হয়ে এই উদ্যোগ নিয়েছেন। আহমেদাবাদের পিয়াসপুর রেডিয়েশন প্লান্টের কাছে একটি শ্মশান তৈরি করা হচ্ছে। যেখানে থাকবে বেশ কয়েকটি চুল্লি। সেখানেই এই গবাদি পশুগুলি দাহ করা হবে। মালিকহীন যে গরুগুলি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মূলত তাদেরই এখানে দাহ করা হবে। দীর্ঘ চার হাজার স্কয়্যার মিটার এলাকা জুড়ে এই ব্যবস্থা করা হবে।
[আরও পড়ুন: মমতার মুখে ফের ‘জগাই-মাধাই-গদাই’ তত্ত্ব, বুঝিয়ে দিলেন, লড়াই সিপিএমের বিরুদ্ধেও]
যদিও এহেন উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এলাকার একাংশের দাবি, এমন কিছু করার প্রয়োজন নেই। তবে আপত্তিতে কান দিতে নারাজ প্রশাসন। কাউন্সিলররা জানেন, এই কাজে একাধিক বাধা আসতে পারে। তবে সব চ্যালেঞ্জের জন্য তৈরি তারা। তাঁরা জানিয়েছেন, ক্রেন ব্যবহার করে গরুর দেহ নিয়ে এসে চুল্লিতে দেওয়া হবে। এই প্রকল্পে প্রায় ৬ কোটি টাকা খরচ করা হচ্ছে। এ নিয়ে ইতিমধ্যেই পরিবেশবিদ, ইঞ্জিনিয়ার, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে।
প্রতিদিন যাতে অন্তত ১৫টি দেহ দাহ করা যায়, তা সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বর্ষাকালে ঝড়জলে, বর্জ্রপাতে গরুর মৃত্য়ু সংখ্যা বাড়ে। তার জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে শ্মশানে। এই শ্মশান কীভাবে তৈরি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রশাসনের তরফে একটি কমিটিও তৈরি করা হয়েছে।