সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল গেমের দুনিয়ায় এখন এক নম্বরে PUBG। সময় পেলেই হাতে ফোন নিয়ে লড়াইয়ে নেমে পড়ছে PUBG খেলোয়াড়রা। শিশু থেকে যুবক, সবাই আছে এই তালিকায়। কিন্তু এই PUBG-র ফলেই শিশুমনে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তাই এবার এই খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল গুজরাট সরকার।
স্কুলগুলির জন্য ইতিমধ্যেই নয়া এই নির্দেশিকা জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে গুজরাট সরকার। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, PUBG বন্ধ করতে যদি কোনও পদক্ষেপ নিতে হয়, তাহলে তা নিতে পারবেন জেলার প্রাথমিক শিক্ষার অফিসাররা। শিশুরা দিন দিন PUBG-র উপর আসক্ত হয়ে পড়েছে। ফলে পড়াশোনায় চরম ক্ষতি হচ্ছে।
[ লোকসভার আগে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা ]
ন্যাশনাল প্রোটেকশন কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এই নিয়ে একটি চিঠি পাঠিয়েছে প্রতিটি রাজ্যে। সব জায়গাতেই PUBG ব্যান করার আহ্বান জানানো হয়েছে। গুজরাট শিশু অধিকার দপ্তরের চেয়ারপার্সন জাগৃতি পাণ্ডিয়া একথা জানিয়েছেন।
কিছুদিন আগে জম্মুর এক ফিটনেস ট্রেনার এই খেলার জন্য হাসপাতালে ভরতি হন। নিয়মিত PUBG খেলতেন তিনি। কিছুদিন পর থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। শেষে নিজেকেই নানাভাবে আঘাত করতে শুরু করেন ওই যুবক। পরিস্থিতি বেগতিক বুঝে তাঁকে হাসপাতালে ভরতি করেন পরিজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, যুবকের অবস্থা স্থিতিশীল নয়। PUBG গেমের প্রভাবে আংশিক মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসার জন্য একজন স্নায়ু চিকিৎসককে নিয়োগ করা হয়। তিনি জানান, ওই যুবক এখনও PUBG-র ঘোর থেকে বেরোতে পারেননি। বিশেষজ্ঞদের অনুমান, অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন। তবে তাঁদের পরিবার সমস্যার গুরুত্ব বুঝতে না পারায় হাসপাতালে আনেননি। সেক্ষেত্রে সেই সব যুবকরা আরও বড় ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
[ পুড়ে খাক হয়ে যাবে চিন-পাকিস্তানের ট্যাঙ্ক, নয়া অস্ত্রে বলীয়ান সেনা ]
The post শিশুমনে প্রভাব পড়ছে, PUBG-র উপর নিষেধাজ্ঞা গুজরাটে appeared first on Sangbad Pratidin.