সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ মাত্র ২০০ টাকা। এই সামান্য অর্থের বিনিময়ে ভারতীয় উপকূলের গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিলেন গুজরাটের যুবক! সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। একাধিক ধারায় মামলা রুজু করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম দীপেশ গোহিল। গুজরাটের একটি সংস্থায় শ্রমিকের কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে আসিমা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত দীপেশের। ওই মহিলা নিজেকে পাকিস্তানের নৌসেনার আধিকারিক হিসাবে পরিচয় দেন। তাঁর কাছেই দেশের উপকূলরক্ষী বাহিনীর গোপন তথ্য ফাঁস করতেন দীপেশ। শুধু তাই নয়, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কখন কোথায় যাচ্ছে, সেই তথ্য পাকিস্তানে পাচারের পাশাপাশি জাহাজগুলোর গতিবিধির ভিডিও রেকর্ড করতেন। প্রতিদিন এই কাজের জন্য তিনি ২০০ টাকা পেতেন দীপেশ।
তদন্তকারীরা জানিয়েছেন, ওখা বন্দরে অবাধ যাতায়াত ছিল অভিযুক্তের। ফলে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলোর কাছে পৌঁছনো সহজ ছিল তাঁর কাছে। সেখান থেকেই সমস্ত তথ্য ওই মহিলার হোয়াটসঅ্যাপে পাঠাতেন দীপেশ। এমনকি তাঁর নিজস্ব কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। এক বন্ধুর অ্যাকাউন্টে পাকিস্তান থেকে টাকা আসত। পরে সেই টাকা তুলে নিতেন অভিযুক্ত। এই করে মোট ৪২ হাজার টাকা পাকিস্তান থেকে তাঁর কাছে পাঠানো হয়েছিল। কিন্তু জেরায় দীপেশ জানান ওই বন্ধুর হয়ে এক কাজ করে দেওয়ায় তিনি ওই পারিশ্রমিক পেয়েছেন। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উপকূলে অতন্দ্র প্রহরীর কাজ করে ইন্ডিয়ান কোস্ট গার্ড। তাদের নজর কোনও শত্রুপক্ষের প্রবেশ ঘটতে পারে না। আর সেখানে গুজরাটের যুবকের এই কাণ্ডে উদ্বেগ বেড়েছে। ফলে এই কাজে দীপেশ একা না অন্য কেউও জড়িত সেই সব দিক খতিয়ে দেখছে এটিএস।