shono
Advertisement

Breaking News

‘তুমি ফিরে এসো!’কেকে’র শেষ গান নিয়ে স্মৃতিচারণায় গীতিকার গুলজার

সোমবার মুক্তি পেয়েছে সৃজিতের 'শেরদিল' ছবির কেকের গাওয়া গান 'ধুপ পানি বেহনে দে'।
Posted: 12:20 PM Jun 07, 2022Updated: 12:48 PM Jun 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকের মৃত্যু একেবারেই মেনে নিতে পারছে না গোটা সংগীত মহল। মেনে নিতে পারছেন না কেকের শেষ রেকর্ড করা গানের গীতিকার গুলজারও। সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘কেকে যেন শেষবিদায় জানিয়ে গেল আমার এই গানের মধ্যে দিয়ে।’

Advertisement

সোমবার মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন হিন্দি ছবি ‘শেরদিলে’র গান ‘ধুপ পানি বেহনে দে’। গুলজারের লেখা ও শান্তুনু মৈত্রর সুরে এই গানটি শেষ রেকর্ড করেছিলেন কেকে। ইতিমধ্যেই এই গানটি প্রশংসা কুড়িয়েছে সংগীতপ্রেমী মানুষের। কেকের অনুরাগীরা এই গানের মধ্যে দিয়ে ফিরে গিয়েছেন কেকের স্মৃতিতে। এই গানের রেকর্ডিংয়ের মুহূর্তের স্মৃতি নিয়ে বলতে গিয়ে গুলজার জানান, ‘কেকে-কে চিনতাম সেই মাচিসের সময় থেকে, সেই ছোড় আয় হাম উহ গলিয়াঁ গানটির সময় থেকেই বুঝতে পেরেছিলাম, কেকে অপূর্ব  প্রতিভাবান একজন মানুষ। কেকের কণ্ঠে অদ্ভুত এক স্বস্তি রয়েছে। যা কিনা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করে। শেরদিলের গানটির মধ্য়ে দিয়েও সেটা বুঝিয়েছেন কেকে।’

গুলজারের কথায়, ‘কেকের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার কাছে কোনও ভাষা নেই। শুধু এটুকু বলতে পারি, কেকে তুমি ফিরে এসো। যতদিন না তুমি আসবে, আমরা তোমার গান বার বার শুনে যাব!’

[আরও পড়ুন: কেকে’র অকাল প্রয়াণে নয়া সৃষ্টি, ‘এ তুমি কেমন তুমি’র কথা পালটে নতুন গান লিখলেন কবীর সুমন]

গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপর হোটেলে ফিরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কেকে’র অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

সেই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। তাও কেকে চলে গিয়েছেন, যেন মেনে নিতেই পারছেন না সংগীতপ্রেমীরা। সেই কেকে’র স্মৃতিই নতুন করে উসকে দিল ‘শেরদিল’ ছবির নতুন গান। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকে’র গলায় ধরা দিল মাটি-পৃথিবীর গন্ধ। সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার শিল্পী। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন ছবির নায়ক পঙ্কজ ত্রিপাঠী। আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কেকে’র সুরেলা গলা। সৃষ্টি ও শ্রষ্ঠার সম্পর্ক এভাবেই ভাষা পেয়েছে। চিরবিদায় নেওয়া কেকে’কে আরও একবার ফিরিয়ে দেওয়ায় তাই সৃজিতকে ধন্যবাদ জানাচ্ছেন সকলে। সংগীতশিল্পী হয়তো চলে গিয়েছেন চিরতরে। তবে তিনি তাঁর এই গানের মধ্যে দিয়েই মনের মণিকোঠায় রয়ে যাবেন চিরকাল।

[আরও পড়ুন: এক বছর পরও পাননি বকেয়া টাকা, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পথে শ্রীজাত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement