সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও তালিবানদের মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই বিক্ষিপ্তভাবে জঙ্গি হামলা হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগেই জাবুল প্রদেশের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করে তালিবানরা। সেই ঘটনার জের কাটতে না কাটতেই বুধবার কাবুলের ওল্ড সিটি এলাকায় অবস্থিত একটি গুরুদ্বারে (Gudwara) হামলা চালাল জঙ্গিরা। এর ফলে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ওখানে প্রার্থনার জন্য জড়ো হওয়া প্রায় ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও দাবি করে স্থানীয়রা। পরে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর চার জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছ, বুধবার সকালে কাবুলের ওল্ড সিটি এলাকার একটি গুরুদ্বারে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন শিখ সম্প্রদায়ের মানুষরা। প্রার্থনা চলাকালীন আচমকা সেখানে হামলা চালায় অজ্ঞত পরিচয়ের কয়েকজন বন্দুকবাজ। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পণবন্দি অবস্থায় ওই গুরুদ্বারের ভিতরে আটকে ছিলেন আরও অনেকে। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। কয়েকজনকে বাইরে বের করে আনাও সম্ভব হয়। পরে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর চার জঙ্গিকে খতম করে নিরাপত্তারক্ষীরা। প্রশাসনের তরফে এই ঘটনার জন্য তালিবানদের দায়ী করার হলেও তাদের তরফে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। পরে অবশ্য এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ISIS।
[আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই নতুন বিপর্যয়, তীব্র ভূমিকম্পের ফলে রাশিয়ায় জারি সুনামির সতর্কতা ]
এপ্রসঙ্গে আফগানিস্তানের এক শিখ সাংসদ নারিন্দ্র সিং খালসা বলেন, ‘আজ সকালে আচমকা ওই গুরুদ্বারে আটকে পড়া এক ব্যক্তি আমাকে ফোন করে এই ঘটনার খবর দেন। তারপরই ঘটনাস্থলে যাই। এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বন্দুকবাজদের খতম করে পণবন্দিদের উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা।’
[আরও পড়ুন: থামছে না মৃত্যু মিছিল, বিশ্বজুড়ে করোনার বলি সাড়ে ১৮ হাজারেরও বেশি]
The post কাবুলের গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ২৭ appeared first on Sangbad Pratidin.