সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বিদায়ী ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। আর কদিন পরেই 'ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড'-এর নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে 'প্রাক্তন' শব্দটি। একই সঙ্গে ৬ জুন যুবভারতীতে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠতে মরিয়া 'ব্লু টাইগাররা'।
কিন্তু তার পরে সুনীলের বুটে পা গলাবেন কে? লাললিয়ানজুয়ালা ছাংতে যেমন প্রতিজ্ঞাবদ্ধ ভারত অধিনায়ককে বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে। এমনকী দলের প্রয়োজনে ভবিষ্যতে অন্য পজিশনেও খেলতে রাজি মুম্বই সিটির ফুটবলার। কিন্তু জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর (Gurpreet Singh) মতে সুনীলের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়।
[আরও পড়ুন: আমেরিকায় বিশ্বকাপের দলে যোগ দিলেন বিরাট, ওয়ার্ম ম্যাচ কি আদৌ খেলবেন?]
এদিন তিনি বলেন, "সুনীল ভাই যা করেছেন, তা ভবিষ্যতে অনুকরণ করা সম্ভব নয়। তবে এটাও ঠিক, গত কয়েক বছরে ওকে ছাড়াও আমরা ম্যাচ খেলেছি। সেগুলো যে একেবারে খারাপ ছিল, তা নয়। কিন্তু ও সরে যাওয়ার পর আমাদের উপরেই দায়িত্ব আসবে। আমাদেরও শিখতে হবে কীভাবে সুনীলকে ছাড়া এগিয়ে যাওয়া যায়। এটা নতুন প্লেয়ারদেরও জানতে হবে। তাহলেই দেশ ফুটবলে সামনের দিকে এগোবে।"
[আরও পড়ুন: ‘দলে যত তারকাই থাক…’ ভারতের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা প্রাক্তন তারকার]
কুয়েতের বিরুদ্ধে শুধু সুনীলের শেষ ম্যাচ নয়। সেই সঙ্গে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠতে মরিয়া থাকবে ইগর স্টিমাচের দল। যুবভারতী সম্পূর্ণ ভরা থাকবে বলেই ধরে নেওয়া যায়। এত দর্শকের সামনে খেলা নিয়ে গুরপ্রীত বলেন, "এমন জায়গায় খেলা সবসময় বোনাস। কলকাতার দর্শকদের আবেগ অনেক বেশি। এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। জনগর্জনই আমাদের তিন পয়েন্ট তুলে নিতে সাহায্য করবে।" প্রতিপক্ষের মাঠে গিয়ে কুয়েতকে ১-০ গোলে হারিয়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। ঘরের মাঠেও জিতেই মাঠ ছাড়তে চাইবেন তারা। এদিকে ব্যক্তিগত কারণে শিবির ছাড়লেন মেহতাব সিং।