shono
Advertisement

Breaking News

সংসারে সুখ সমৃদ্ধি চাইলে অম্বুবাচীতে এই কাজগুলি ভুলেও করবেন না

তিনদিন ধরে অম্বুবাচী পালন করা হয়৷ The post সংসারে সুখ সমৃদ্ধি চাইলে অম্বুবাচীতে এই কাজগুলি ভুলেও করবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 12:50 PM Jun 17, 2019Updated: 12:50 PM Jun 17, 2019

সুব্রত বিশ্বাস: হিন্দুধর্মের বাৎসরিক উৎসব অম্বুবাচী৷ লোক বিশ্বাস, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রী মা ঋতুমতী হন৷ সেই সময়ে পালন হয় অম্বুবাচী৷ সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়৷

Advertisement

[ আরও পড়ুন: কেন পালন করবেন জামাইষষ্ঠী? আচার-অনুষ্ঠানের আগে দেখে নিন ধর্মীয় ইতিহাস]

তিনদিন ধরে অম্বুবাচী পালন করা হয়৷ এই সময়ে বিভিন্ন কাজে বিধিনিষেধ থাকে৷ সাধারণত কোনও ধরনের মাঙ্গলিক কাজ হয় না৷ বিবাহ, গৃহপ্রবেশ, হাল ধরার মতো শুভ কাজ যেমন নিষিদ্ধ, তেমনই মঠ-মন্দিরও থাকে বন্ধ৷ প্রাচীন রীতি মেনে বিধবারা তিনদিন গরম খাবার খান না৷ আগে রান্না করে রাখা খাবার গ্রহণ করেন এই তিনদিন৷ কারণ, তাঁরা ব্রত পালন করেন৷ পিঠে-পায়েস রান্না হয়৷ তিন দিনই কামরূপ কামাক্ষ্যায় পুজো হয়৷ মন্দিরের গর্ভগৃহ থেকে এই সময় লাল রংয়ের তরল নিঃসৃত হতে থাকে৷ সকলেই বিশ্বাস করেন, দেবী এই সময় ঋতুমতী হন৷ ওড়িশায় এই উৎসব ‘রজ উৎসব’ নামে খ্যাত৷

[ আরও পড়ুন: খনা বলে আদৌ কি কেউ ছিলেন? জানুন আসল তথ্য]

অম্বুবাচীর দিন থেকে তিনদিন কামরূপ কামাক্ষ্যা দেবীর দ্বার বন্ধ থাকে৷ তবে শক্তি পুজোর স্থানগুলিতে মেলার আয়োজন করা হয়৷ দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ এই সময় ভিড় জমান৷ চতুর্থ দিনে দেবীর স্নান ও পুজো সম্পূর্ণ হওয়ার পর দেবী দর্শন দেন৷ এই সময় মন্দির ঘিরে কীর্তনের পাশাপাশি ধূপ, দীপ জ্বালানোই রীতি৷ অম্বুবাচীর নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন৷ এই বস্ত্র সঙ্গে রাখলে মনোস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস ভক্তদের৷ পুরোহিতেরা এই বস্ত্র ডান হাতে বা গলায় পরে শুভ কাজে সাফল্য পেতে পারেন৷ মহিলারা পরেন গলায়৷

The post সংসারে সুখ সমৃদ্ধি চাইলে অম্বুবাচীতে এই কাজগুলি ভুলেও করবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement