shono
Advertisement

Breaking News

থানার মধ্যেই মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও

ভিডিও ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। The post থানার মধ্যেই মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 04:55 PM May 09, 2019Updated: 04:55 PM May 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থানার মধ্যেই বেধড়ক মারধর করা হচ্ছে এক মহিলাকে। পাশে দাঁড়িয়ে ছোট্ট শিশু। চুলের গোছা ধরে মাটিতে ফেলে আঘাত করা হচ্ছে ওই মহিলাকে। এমনই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: গৌরী লঙ্কেশের খুনে অভিযুক্তদের বোমা তৈরি শিখিয়েছিল মালেগাঁও বিস্ফোরণে জড়িতরা]

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র জিআরপি থানায় এমনই অমানবিক ঘটনা ঘটেছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনজন মহিলা থানার মেঝেতে বসে রয়েছেন। প্রত্যেকের সঙ্গে রয়েছে একজন করে শিশু। প্রশ্ন করার ভঙ্গিতে তাঁদের সামনে দাঁড়িয়ে পুলিশ। একজনকে উঠে দাঁড়াতে বললেন এই আধিকারিক। ঠিক তখনই কান্নাকাটি জুড়ে দেন মহিলারা। ছেড়ে দেওয়ার জন্য কাকুতিমিনতি করতে থাকেন। এরপরই এক মহিলাকে লাঠি দিয়ে মারতে শুরু করেন পুলিশ আধিকারিকটি। চুলের মুঠি ধরে তাঁর পিঠে মারতে মারতে টেনে তোলার চেষ্টা করতে থাকেন। নিজেকে বাঁচাতে পুলিশের হাত ধরে ছেড়ে দেওয়ার আরজি জানান মহিলা। তারপর নিজের ব্যাগ গোছাতে থাকেন। ভিডিওতে ধরা পড়েছেন আরও তিন পুলিশ আধিকারিক। গোটা ঘটনার প্রতিবাদ করা তো দূর অস্ত, তাঁদের মধ্যে একজনকে মুখ চেপে হাসতেও দেখা যায়। মহিলাদের হেনস্তা ও হুমকি দেওয়ার বিষয়টা যেন বেশ উপভোগই করছিলেন তিনি।

ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হতেই স্বপক্ষে যুক্তি খাঁড়া করে গোয়ালিয়র থানা। তাদের তরফে জানানো হয়, ভিডিওটি দু’বছরের পুরনো। এমন কোনও ভিডিও আছে, সে বিষয়ে তারা অবগতও ছিল না। এও বলা হয়েছে, যে আধিকারিককে ভিডিওতে দেখা গিয়েছে তিনি এখন ভোটের কাজে বাইরে রয়েছেন। তিনি ফিরলে এবিষয়টি জানতে চাওয়া হবে। আগামী রবিবার গোয়ালিয়রে ভোট। বিজেপির টিকিটে এখানে লড়বেন নরেন্দ্র সিং তোমার। তাঁর প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অলোক সিং। তবে এই প্রথমবার নয়, এর আগেও এই জিআরপি থানাতেই এক কিশোরকে মারধরের ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে সেই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল।

[আরও পড়ুন: তরুণী মডেল-অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক]

The post থানার মধ্যেই মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement